আমেরিকার সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে উদারিকরণের পথে হাঁটছে ভারত। সেই লক্ষ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলছে তারা। পরের সপ্তাহ থেকে ভার্চুয়াল মাধ্যমে এ জন্য আলোচনা শুরু করবে দুই পক্ষ। পরের মাসে সামনাসামনি বৈঠক হতে পারে। তার আগে মঙ্গলবার সেই আলোচনার শর্ত নিয়ে চুক্তি সই করল ভারত ও আমেরিকা। আজ এ কথা জানান বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল। তিনি বলেন, এই পথে হেঁটে দ্রুত এবং ভাল বাণিজ্য চুক্তি করা সম্ভব হবে বলেই আশা করছেন তাঁরা।
ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময়ে দুই দেশের বাণিজ্য চুক্তির বার্তা দিয়েছিলেন তিনি ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরেও এপ্রিল থেকে ভারত-সহ প্রায় সমস্ত দেশের উপরে ন্যূনতম শুল্ক চাপিয়েছেন প্রেসিডেন্ট। এমনকী ভারতের উপরে তার সঙ্গে বাড়তি ২৬% শুল্ক চাপানো হয়। পরে বাড়তি শুল্ক তোলা হলেও, ১০% রয়েছে।
এই অবস্থায় ২০৩০ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০,০০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যে চুক্তি করতে চায় নয়াদিল্লি ও ওয়াশিংটন। এখন যা প্রায় ১৯,১০০ কোটি ডলার। অতিরিক্ত বাণিজ্য সচিব এবং এই আলোচনায় ভারতের প্রধান প্রতিনিধি রাজেশ আগরওয়াল বলেন, মে-র শেষে মুখোমুখি বৈঠক শুরু হবে বলে আশা করছেন তাঁরা। এখনও পর্যন্ত সময়সীমা মেনেই সব কিছু এগোচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)