ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি সংক্রান্ত ষষ্ঠ দফার বৈঠকে যোগ দিতে ২৫ অগস্ট দিল্লি পৌঁছচ্ছে আমেরিকার প্রতিনিধি দল। কিন্তু তার আগে সেই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেই দিলেন, ১ অগস্টের পরে তাঁর দেশে পণ্য পাঠাতে গেলে ভারতকে ২৫% আমদানি শুল্ক গুনতে হবে। ফলে ট্রাম্পের এই মনোভাব না বদলালে চড়া শুল্ক কাঁধে নিয়েই পরের দফার বৈঠকে বসতে হবে দিল্লিকে। তবে প্রশাসনিক সূত্রের খবর, প্রাথমিক ভাবে ২০%-২৫% শুল্ক চাপবে ধরে নিয়েই প্রস্তুতি শুরু করেছে কেন্দ্র।
মঙ্গলবার ভারতীয় সময় গভীর রাতে সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘‘হ্যাঁ, ওদের (ভারতকে) ২৫% শুল্ক দিতে হবে।... ভারত আমার বন্ধু।’’ যে সমস্ত দেশের সঙ্গে বৃহস্পতিবারের মধ্যে চুক্তি চূড়ান্ত করা যাবে না, তাদের উপরে ২০%-২৫% শুল্ক চাপবে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। সূত্রের খবর, প্রশাসনিক মহল থেকে ধরেই নেওয়া হয়েছিল ভারতের ক্ষেত্রেও এমনই কিছু হবে। সেই হিসাব মাথায় রেখেই তৈরি হচ্ছে তারা। তবে সাময়িক ভাবে এই চাপ সামলে নেওয়া যাবে এবং দ্রুত বোঝাপড়ায় আসা সম্ভব হবে বলেও আশা তাদের। এ দিন এক সাক্ষাৎকারে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির মন্তব্য করেছেন, ভারতের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে আরও দর কষাকষির প্রয়োজন। তিনি বলেন, ‘‘আলোচনা চালিয়ে যেতে চাই। ভারতের সঙ্গে বরাবরই গঠনমূলক বৈঠক হয়েছে।’’ তবে ভারত যে তার বাজারের একটা বড় অংশ খুলে দেওয়ার ব্যাপারে এখনও গররাজি, সে কথাও উল্লেখ করেছেন তিনি। অন্য দিকে, সুইডেনে আমেরিকা ও চিনের মধ্যে বৈঠকে ঠিক হয়েছে আলোচনা চলবে। আপাতত এখনকার শুল্কে স্থির থাকবে দুই পক্ষ। তবে গ্রিন এ কথাও জানিয়ে দিয়েছেন যে, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পই নেবেন।
একটি মহলের বক্তব্য ছিল, যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠকে ঠিক হয়েছিল আগামী বসন্তের মধ্যে চুক্তি হবে, তাই ট্রাম্প ভারতকে ‘ব্যতিক্রম’ হিসেবে বিবেচনা করতে পারেন। যদিও এখনও পর্যন্ত তেমন ইঙ্গিত নেই।
ভারত-আমেরিকা
এপ্রিল-জুনে আমেরিকায় ভারতের রফতানির অঙ্ক ছিল ২৫৫১ কোটি ডলার। আগের বছরের চেয়ে ২২.৮% বেশি।
একই সময়ে আমদানি ১১.৬৮% বেড়ে হয়েছে ১২৮৬ কোটি ডলার।
চুক্তির মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০,০০০ কোটি ডলারে নিয়ে যাওয়াই লক্ষ্য।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)