Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আমেরিকা থেকে বাড়বে আমদানি

সেপ্টেম্বরে আমেরিকা সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। ঠিক হয়েছে, তার আগে বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে দু’দেশের মধ্যে। সেখানে সমস্যার জট আরও কিছুটা খুলতে পারে।

ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী।

ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী।

সংবাদ সংস্থা
বিয়ারিৎজ় (ফ্রান্স) শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৯ ০১:৪৯
Share: Save:

আমেরিকার সঙ্গে বাণিজ্যে ভারতের উদ্বৃত্তের অঙ্ক বিপুল। যা নিয়ে বহু দিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্রান্সের বিয়ারিৎজ়ে জি-৭ বৈঠকের ফাঁকে ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় বরফ কিছুটা গলল। বিদেশ সচিব বিজয় গোখলে জানিয়েছেন, আমেরিকার থেকে আমদানি বাড়াবে ভারত। প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন, নতুন করে ৪০০ কোটি ডলার অঙ্কের আমদানি প্রক্রিয়া শুরু হয়েছে। সেই অঙ্ক আরও বাড়ানো হবে। প্রসঙ্গত, ২০১৭-১৮ অর্থবর্ষে আমেরিকার সঙ্গে বাণিজ্যে ভারতের উদ্বৃত্ত ছিল প্রায় ২,১০০ কোটি ডলার।

সেপ্টেম্বরে আমেরিকা সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। ঠিক হয়েছে, তার আগে বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে দু’দেশের মধ্যে। সেখানে সমস্যার জট আরও কিছুটা খুলতে পারে। তার পরে আমেরিকা সফরে গিয়ে সে দেশের তেল সংস্থাগুলির সঙ্গে বৈঠক করতে পারেন মোদী। উদ্দেশ্য, তেলের আমদানি বাড়ানো এবং আমেরিকার তেল ক্ষেত্রে ভারতের বিনিয়োগ।

এ দিন ট্রাম্পের দাবি, তাঁর চাপে ফের শুল্ক-যুদ্ধের সমাধানে কথায় বসতে রাজি হয়েছে চিন। সাংবাদিক বৈঠকে তাঁর বক্তব্য, ‘‘দুঃখিত, আমি এ ভাবেই বোঝাপড়া করি।’’

ভারতের মুখ্য আর্থিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যন জানান, শুল্ক-যুদ্ধের প্রভাব ভারতের উপরে তেমন ভাবে পড়বে না। কারণ, সারা বিশ্বের বাণিজ্যের নিরিখে ভারতের রফতানির অঙ্ক মাত্র ২%। ভারতের বরং রফতানি বাড়ানোর সুযোগ রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

G7 Meet USA India Narendra Modi Donald Trump
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE