Advertisement
E-Paper

ডিজিটালে আশা মোদীর

মঙ্গলবার সিঙ্গাপুরের পে-নাউয়ের সঙ্গে ভারতের ইউপিআই ব্যবস্থায় লেনদেনের উদ্বোধন করেছেন তিনি। সেখানেই মোদী বলেন, ইউপিআই ভারতের অন্যতম জনপ্রিয় লেনদেনের মাধ্যম হয়ে উঠেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:১৯
A Photograph showing online transaction through UPI

ইউপিআই ভারতের অন্যতম জনপ্রিয় লেনদেনের মাধ্যম হয়ে উঠেছে। প্রতীকী ছবি।

ভারতে ডিজিটাল লেনদেন শীঘ্রই নগদ লেনদেনকে ছাপিয়ে যাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সিঙ্গাপুরের পে-নাউয়ের সঙ্গে ভারতের ইউপিআই ব্যবস্থায় লেনদেনের উদ্বোধন করেছেন তিনি। সেখানেই মোদী বলেন, ইউপিআই ভারতের অন্যতম জনপ্রিয় লেনদেনের মাধ্যম হয়ে উঠেছে। বহু বিশেষজ্ঞের মতে দেশে ডিজিটাল ওয়ালেটের সাহায্যে লেনদেন ছাপাবে নগদকেও। যদিও এই মন্তব্যের পরে অনেকে বলছেন, নোটবন্দির ছ’বছর পেরিয়েও যে বাজারে নোট কমেনি, তা বলে দিচ্ছে পরিসংখ্যানই। ফলে মোদীর এই আশা নিয়েও প্রশ্ন থাকছে।

নতুন ব্যবস্থায় সিঙ্গাপুরে এক দিনে ৬০,০০০ টাকা (সেখানের মুদ্রায় ১০০০ ডলার) পাঠাতে পারবেন কোনও ভারতীয়। প্রাথমিক ভাবে স্টেট ব্যঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক-সহ কিছু ব্যাঙ্ক নাম লিখিয়েছে। গ্রাহক ইউপিআই আইডি, মোবাইল নম্বর বা ভার্চুয়াল পেমেন্ট আইডি ব্যবহার করে এই লেনদেন করতে পারবেন।

এ দিকে, বেঙ্গালুরু, মুম্বই এবং দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ভারতে পা রাখা বিদেশিরা ইউপিআই-এর সঙ্গে যুক্ত ডিজিটাল ওয়ালেট ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। জি-২০ নিয়ে কলকাতায় বৈঠকে প্রথম গোষ্ঠীর দেশগুলির সঙ্গে ইউপিআই লেনদেনে আগ্রহের কথা জানানো হয়েছিল। তার পরে জি-২০ দেশের নাগরিকদের জন্য ইউপিআই-কে খুলে দেওয়া কথা ঘোষণা করে রিজ়ার্ভ ব্যাঙ্ক।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy