ইউরোপের চার দেশের গোষ্ঠী ইএফটিএ-র সঙ্গে আগামী ১ অক্টোবর থেকে ভারতের অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর হচ্ছে। গত বছরের ১০ মার্চ এই চুক্তি সই হয়েছিল। শনিবার বণিকসভা অ্যাসোচ্যামের এক কর্মসূচিতে এই ঘোষণা করে বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের মন্তব্য, বিশ্ব ভারতের প্রতিভা এবং দক্ষতা বুঝতে পেরেছে। ভারতও বোঝাপড়া করছে প্রথম বিশ্বের দেশগুলির সঙ্গে।
ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের (ইএফটিএ) সদস্য আইসল্যান্ড, লিকটেনস্টাইন, নরওয়ে এবং সুইৎজ়ারল্যান্ড। তাদের মধ্যে ভারতের বৃহত্তম বাণিজ্য সহযোগী সুইৎজ়ারল্যান্ড। বাকিদের সঙ্গে দিল্লির আমদানি ও রফতানি সামান্য। ২০২৪-২৫ অর্থবর্ষে তাদের সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ ছিল ২৪৪০ কোটি ডলার। চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছরে এই চার দেশ থেকে ১০,০০০ কোটি ডলারের (প্রায় ৮.৫ লক্ষ কোটি টাকা) লগ্নি আসার কথা। আর ভারত সুইৎজ়ারল্যান্ড থেকে আসা চকলেট, বিস্কুট, দেওয়াল ঘড়ি এবং হাতঘড়ি-সহ বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনবে। ফলে তা সুলভে কিনতে পারবেন ভারতবাসী। ওই সব দেশ থেকে আসা কাটা ও পালিশ করা হিরের শুল্ক কমাবে দিল্লি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)