E-Paper

অক্টোবর থেকে চার ইউরোপীয় দেশের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি, এ দেশে সস্তা হবে সুইস ঘড়ি, চকলেট

বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের মন্তব্য, বিশ্ব ভারতের প্রতিভা এবং দক্ষতা বুঝতে পেরেছে। ভারতও বোঝাপড়া করছে প্রথম বিশ্বের দেশগুলির সঙ্গে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ০৮:৪৩
কলেট, বিস্কুট সুলভে কিনতে পারবেন ভারতবাসী।

কলেট, বিস্কুট সুলভে কিনতে পারবেন ভারতবাসী। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ইউরোপের চার দেশের গোষ্ঠী ইএফটিএ-র সঙ্গে আগামী ১ অক্টোবর থেকে ভারতের অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর হচ্ছে। গত বছরের ১০ মার্চ এই চুক্তি সই হয়েছিল। শনিবার বণিকসভা অ্যাসোচ্যামের এক কর্মসূচিতে এই ঘোষণা করে বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের মন্তব্য, বিশ্ব ভারতের প্রতিভা এবং দক্ষতা বুঝতে পেরেছে। ভারতও বোঝাপড়া করছে প্রথম বিশ্বের দেশগুলির সঙ্গে।

ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের (ইএফটিএ) সদস্য আইসল্যান্ড, লিকটেনস্টাইন, নরওয়ে এবং সুইৎজ়ারল্যান্ড। তাদের মধ্যে ভারতের বৃহত্তম বাণিজ্য সহযোগী সুইৎজ়ারল্যান্ড। বাকিদের সঙ্গে দিল্লির আমদানি ও রফতানি সামান্য। ২০২৪-২৫ অর্থবর্ষে তাদের সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ ছিল ২৪৪০ কোটি ডলার। চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছরে এই চার দেশ থেকে ১০,০০০ কোটি ডলারের (প্রায় ৮.৫ লক্ষ কোটি টাকা) লগ্নি আসার কথা। আর ভারত সুইৎজ়ারল্যান্ড থেকে আসা চকলেট, বিস্কুট, দেওয়াল ঘড়ি এবং হাতঘড়ি-সহ বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনবে। ফলে তা সুলভে কিনতে পারবেন ভারতবাসী। ওই সব দেশ থেকে আসা কাটা ও পালিশ করা হিরের শুল্ক কমাবে দিল্লি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Trade Deals Swiss Chocolate

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy