Advertisement
০৭ মে ২০২৪

নিয়মিত যাত্রীদের সুবিধা ইন্ডিগোয়

শেষ মুহূর্তে টিকিট কাটলেই গলা কেটে নিচ্ছে বিমান সংস্থা। এই অভিযোগ বহু দিনের। কলকাতা থেকে বেঙ্গালুরুর টিকিট ছ’মাস আগে কাটলে ৫ হাজার টাকায় পাওয়া যায়। অথচ, দু’দিন আগে কাটলে তার দাম উঠে যায় ১৪ হাজার টাকায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০১৫ ০২:১২
Share: Save:

শেষ মুহূর্তে টিকিট কাটলেই গলা কেটে নিচ্ছে বিমান সংস্থা। এই অভিযোগ বহু দিনের। কলকাতা থেকে বেঙ্গালুরুর টিকিট ছ’মাস আগে কাটলে ৫ হাজার টাকায় পাওয়া যায়। অথচ, দু’দিন আগে কাটলে তার দাম উঠে যায় ১৪ হাজার টাকায়।

এই সমস্যার কথা মাথায় রেখে নতুন প্রকল্প ঘোষণা করল ইন্ডিগো। ৪২ হাজার টাকা দিয়ে ৬টি টিকিট একসঙ্গে কেটে নিতে পারবেন সেই সব যাত্রী, যাঁরা নিয়মিত বিমানে যাতায়াত করেন। যার অর্থ এক একটি টিকিটের দাম পড়বে ৭ হাজার টাকা। একে বলা হচ্ছে
‘৬ই পাস’ বা কুপন। যে-কোনও শহর থেকে অন্য যে-কোনও শহরে যাওয়ার জন্য তা ব্যবহার করা যাবে। যাত্রার দু’দিন আগে ওই কুপন ভাঙিয়ে টিকিট কাটা যাবে। তখন যদি টিকিটের দাম ১৩ হাজার টাকাও হয়, তা হলে আগে থেকে কুপন কাটার ফলে ওই ৭ হাজার টাকাতেই টিকিট পাওয়া যাবে। শুধু কেন্দ্রকে এবং বিমানবন্দরের জন্য দেয় কর আলাদা মেটাতে হবে।

এই প্রকল্পে ২১ হাজার টাকায় ৬টি টিকিট কাটারও সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে একটি টিকিটের দাম পড়বে সাড়ে ৩ হাজার টাকা। তবে, এক হাজার কিমির কম দূরত্বের উড়ানের জন্য এই কুপন প্রযোজ্য। কলকাতা থেকে যিনি নিয়মিত বাগডোগরা যাতায়াত করেন, তিনি কুপন কেটে রাখতে পারবেন। তবে, এই প্রকল্পে এক সঙ্গে দু’জনের বেশি যাত্রীকে টিকিট দেওয়া হবে না। ইন্ডিগো জানিয়েছে, কুপন পাওয়া যাবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। সেই কুপনে যাতায়াত করতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। শুধু মাত্র সংস্থার ওয়েবসাইটেই পাওয়া যাবে এই কুপন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IndiGo pre-paid flyers worrying customer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE