প্রাণনাশের হুমকি দিয়ে ফোনে বার্তা পাঠানো হল নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে-কে। অভিযোগ, বুধবার সকালে বিধায়কের ফোনে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে বার্তা আসে। বিধায়ক লক্ষ করেন, হোয়াট্সঅ্যাপের সেই লিখিত বার্তায় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সঙ্গে তাঁকে উদ্দেশ্য করে অশালীন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। সঙ্গে সঙ্গেই বিধায়ক ফোন করে সেই বার্তার কথা জানান নৈহাটি থানাকে। পুলিশ আধিকারিকেরা বিধায়ককে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলেন। সেইমতো নৈহাটি থানার অফিসার ইনচার্জের কাছে তিনি নিজের প্রাণ সংশয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে হুমকি পাওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন। যে নম্বর থেকে তাঁকে ওই হুমকিবার্তা পাঠান হয়েছিল, সেই মোবাইল নম্বরটিও উল্লেখ করে দেন।
বুধবার বিকেলে বিধানসভার সচিবালয়েও তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে বার্তা পাঠানোর কথা জানান। সনৎ বলেন,‘‘আমি রাজ্যের পুলিশ-প্রশাসনের ওপর আস্থাশীল। তাই আমাকে যে বা যাঁরা প্রাণনাশের হুমকি দিয়ে ফোন করেছিলেন, তাঁদের বিরুদ্ধে নৈহাটি থানায় অভিযোগ জানিয়েছি। আশা করি পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।’’ প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে পার্থ ভৌমিক সাংসদ হন। তাই তিনি নৈহাটির বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। সেই শূন্য আসনের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হন সনৎ। বিরাট ব্যবধানে বিজেপিকে হারিয়ে জয়ী হন সনৎ। সেই সনৎ এ বার প্রাণনাশের হুমকি পেলেন।