বাজারে ২৫০০ কোটি টাকার শেয়ার ছাড়তে চলেছে ভারতের প্রথম সারির বিমান সংস্থা ইন্ডিগো। এই প্রথম তারা বাজারে আসছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর।
সবকিছু ঠিকঠাক চললে আগা়মী সপ্তাহেই এ ব্যাপারে বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)-র কাছে তাদের প্রস্তাবনাপত্র বা প্রসপেকটাস দাখিল করার কথা। তার খসড়াই এখন চূড়ান্ত করতে ব্যস্ত ইন্ডিগো-র পরিচালন সংস্থা ইন্টার গ্লোব এন্টারপ্রাইজেস।
সংস্থার সঙ্গে যুক্ত একটি সূত্রের খবর, অগস্টের মধ্যেই সেবি-র কাছ থেকে মিলতে পারে প্রয়োজনীয় অনুমোদন। সে ক্ষেত্রে তার পরে এ বছরের মধ্যেই বাজারে আসবে ইন্ডিগো শেয়ার। তবে ঠিক কখন সংস্থার শেয়ার ছাড়া হবে, তা নির্ভর করবে সেই সময়ে বাজারের পরিস্থিতির উপর। বাজার কতটা চাঙ্গা থাকবে এবং নতুন ইস্যু কতটা সাফল্য পাবে, তা খতিয়ে দেখে দিনক্ষণ স্থির করবে ইন্ডিগো। তবে এ ব্যাপারে সংস্থার মুখপাত্রের মন্তব্য এ দিন পাওয়া যায়নি।