সামান্য হলেও অস্বস্তি বাড়াল দেশের পাইকারি বাজারে অগস্টের মূল্যবৃদ্ধির হার। দু’মাস পরে তা শূন্যের নীচ থেকে ফের মাথা তুলে হল ০.৫২%। জুন এবং জুলাইয়ে পাইকারি দর যথাক্রমে ০.১৯% এবং ০.৫৮% কমেছিল। অগস্টে যৎসামান্য হলেও সেই দাম ফের বাড়ল এবং তার হার হল চার মাসে সর্বাধিক।
সোমবার কেন্দ্রীয় হিসাবে প্রকাশ, এর প্রধান কারণ খাদ্যপণ্য এবং কারখানায় তৈরি জিনিসের দাম বৃদ্ধি। পটনা আইআইটির অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিকের বক্তব্য, নানা জায়গায় ভারী বৃষ্টিপাত এর জন্য দায়ী। মাথা তুলতে পারে খুচরো মূল্যবৃদ্ধিও। ফলে আগামী ঋণনীতিতে সুদ কমানো রিজ়ার্ভ ব্যাঙ্কের পক্ষে কঠিন হতে পারে। বিশেষজ্ঞদের মতে, পাইকারির প্রভাব খুচরোয় পড়তে সময় লাগে। তবে খুচরো মূল্যবৃদ্ধিও বেড়ে হয়েছে ২.০৭%। কারণ সেই খাদ্যপণ্যের দাম বৃদ্ধিই। ফলে চিন্তা বহাল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)