Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Infrastructural Development

চিন্তা বাড়াল সঙ্কুচিত পরিকাঠামো

বিশেষজ্ঞদের দাবি, এর থেকে স্পষ্ট চাহিদার অভাব কতটা মারাত্মক আকার নিয়েছে। প্রকট হচ্ছে অর্থনীতির দুর্বলতা। মূল্যায়ন সংস্থা ইক্রার মতে এই পরিস্থিতি হতাশাজনক।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৯ ০৩:১৩
Share: Save:

চাহিদার অভাবে অর্থনীতি যে রকম ঝিমিয়ে পড়েছে, তাতে পরিকাঠামোতেও ধাক্কা লাগার আশঙ্কা থাকেই। গত কয়েক মাস ধরে তা লাগছেও। তবে সোমবার সরকারি পরিসংখ্যান জানাল, অগস্টে সেই ধাক্কা ছিল অনেকটাই বেশি। ওই মাসে আটটি প্রধান পরিকাঠামো ক্ষেত্রে উৎপাদন বাড়ার বদলে সরাসরি কমে গিয়েছে ০.৫%। যে হার প্রায় সাড়ে তিন বছরের মধ্যে সবচেয়ে কম। এর আগে ২০১৫ সালে উৎপাদন কমেছিল ১.৩%। কয়লা, অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, সিমেন্ট ও বিদ্যুৎ— এই পাঁচটিতেই দেখা গিয়েছে সঙ্কোচন। এর আগে জুলাইয়েও পরিকাঠামোয় বৃদ্ধির গতি কমেছিল, তবে তা সঙ্কুচিত হয়নি। গত বছর অগস্টে তা বেড়েছিল ৪.৭% হারে।

বিশেষজ্ঞদের দাবি, এর থেকে স্পষ্ট চাহিদার অভাব কতটা মারাত্মক আকার নিয়েছে। প্রকট হচ্ছে অর্থনীতির দুর্বলতা। মূল্যায়ন সংস্থা ইক্রার মতে এই পরিস্থিতি হতাশাজনক।

সংশ্লিষ্ট মহল বলছে, বৃদ্ধিকে ছ’বছরের তলানি থেকে টেনে তুলতে একের পর এক পদক্ষেপ করছে কেন্দ্র। শেষ পর্যন্ত সেগুলি কাজে লাগছে কি না, তা সময় বলবে। তবে অগস্টে পরিকাঠামো ক্ষেত্রের উৎপাদন এতটা কমে যাওয়ার পরে অনেকেরই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমেছে। কারণ দেশের শিল্পোৎপাদন সূচকে এই আটটি প্রধান ক্ষেত্রের ভাগ ৪০.২৭%। ফলে এগুলি খারাপ থাকলে, শিল্পোৎপাদনেও তার প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Infrastructural Development Economic Growth
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE