চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিক থেকেই বিভিন্ন ব্যাঙ্কের আমানতে সুদের হার কমতে পারে। শনিবার নিজেদের আর্থিক ফলাফল ঘোষণা করতে গিয়ে ইউকো ব্যাঙ্কের এমডি ও সিইও আর কে ঠক্কর এ কথা জানিয়েছেন।
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার কমানোর জন্য অধিকাংশ ব্যাঙ্কই নিজেদের বেস রেট বা মূল সুদের হার কমিয়েছে। ঠক্কর বলেন, ‘‘আমানতে তুলনায় বেশি সুদ থাকায় তহবিল সংগ্রহের খরচ বেড়ে গিয়েছে। তাই আমার ধারণা, এই ত্রৈমাসিক থেকেই আমানতেও সুদ কমার সম্ভাবনা।’’
এ দিকে চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ইউকো ব্যাঙ্কের নিট মুনাফা আগের বছরের এই সমযের থেকে ৫১ কোটি টাকা বেড়ে হয়েছে ১৫৬ কোটি টাকা। পাশাপাশি, ব্যাঙ্কের মোট ব্যবসা আগের বারের থেকে ৩.৮% বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬০ হাজার ৬২ কোটি টাকা। তবে ব্যাঙ্কের মোট অনুৎপাদক সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ২২৭ কোটি টাকা। যা মোট ঋণের ৮.৫১%।