E-Paper

চলতি বছরেই আর হয়তো কমবে না সুদ, এসবিআই-এর রিপোর্টের উল্টো রিপোর্ট দিল রয়টার্স

২৯ সেপ্টেম্বর বৈঠকে বসছে রিজ়ার্ভ ব্যাঙ্কের ঋণনীতি কমিটি। সুদের হার ঘোষণা ১ অক্টোবর। গত ফেব্রুয়ারি থেকে তিন দফায় মোট ১০০ বেসিস পয়েন্ট সুদ ছেঁটেছে শীর্ষ ব্যাঙ্ক। অগস্টে তা স্থির ছিল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪৪
সুদের হার ঘোষণা ১ অক্টোবর।

সুদের হার ঘোষণা ১ অক্টোবর। —প্রতীকী চিত্র।

কিছু দিন আগে স্টেট ব্যাঙ্কের রিপোর্টে দাবি করা হয়েছিল, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে। তা আরও নামবে জিএসটির হার কমায়। কারণ, বহু জিনিসের দাম কমবে। তাই আসন্ন ঋণনীতিতে রেপো রেট (যে সুদে ব্যাঙ্কগুলিকে ধার দেয় আরবিআই) আরও ২৫ বেসিস পয়েন্ট কমানোর সুযোগ রয়েছে। এতে শিল্প এবং ঋণগ্রহীতাদের প্রত্যাশা বাড়লেও, বৃহস্পতিবার তাতে জল ঢালল সংবাদ সংস্থা রয়টার্সের সমীক্ষা। সেখানে দাবি, আসন্ন ঋণনীতিতে তো নয়ই, চলতি বছরেও হয়তো আর কমবে না সুদ। ফলে জল্পনা বাড়ছে।

২৯ সেপ্টেম্বর বৈঠকে বসছে রিজ়ার্ভ ব্যাঙ্কের ঋণনীতি কমিটি। সুদের হার ঘোষণা ১ অক্টোবর। গত ফেব্রুয়ারি থেকে তিন দফায় মোট ১০০ বেসিস পয়েন্ট সুদ ছেঁটেছে শীর্ষ ব্যাঙ্ক। অগস্টে তা স্থির ছিল। এ বার কী করা হবে, সেই প্রশ্নকে সামনে রেখে রয়টার্স ৬১ জন অর্থনীতিবিদকে নিয়ে সমীক্ষা চালায়। দেখা গিয়েছে, তাঁদের ৪৫ জনই মনে করছেন এ বছরেই আর সুদ কমবে না। রেপো থাকবে ৫.৫০ শতাংশে। বাকিদের ধারণা, এ বার তা ফের ২৫ বেসিস পয়েন্ট কমবে। সুদ না কমার ক্ষেত্রে অর্থনীতিবিদদের যুক্তি, অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রের নগদ জোগান বৃদ্ধির ব্যবস্থা হোক বা সুদ ছেঁটে আরবিআইয়ের, আগের পদক্ষেপগুলির পুরো সুফল না দেখে এগোবে না শীর্ষ ব্যাঙ্ক। তার উপরে ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ায় আমদানির খরচ বাড়ছে।

একই কথা মনে করছেন আরও কয়েক জন অর্থনীতিবিদ। যেমন, বণিকসভা মার্চেন্ট চেম্বারের ব্যাঙ্কিং ও আর্থিক বিষয়ক পরিষদের চেয়ারম্যান স্মরজিৎ মিত্র বলেন, ‘‘চাহিদা বৃদ্ধির আগের দাওয়াইগুলো কাজে না লেগে থাকলে ফের সুদ কমাতে হবে। তাই অন্তত এ বার আরবিআই তা করবে না।’’ অর্থনীতিবিদ অভিরূপ সরকারের মতে, আন্তর্জাতিক অর্থনৈতিক এবং রাজনৈতিক সঙ্কট যোঝার পথ পাচ্ছে না কেন্দ্র। টাকার অবমূল্যায়ন আমদানি খরচ বাড়াচ্ছে। কমছে রফতানিও। ফলে মূল্যবৃদ্ধির মাথাচাড়া দেওয়ার আশঙ্কা বহাল। এখন সুদ কমানোর ঝুঁকি নেবে না আরবিআই।’’ অর্থনীতিবিদ অজিতাভ রায় চৌধুরীর বক্তব্য, ‘‘সুদের হার অপরিবর্তিত থাকতে পারে তলানিতে ঠেকা বেসরকারি লগ্নির জন্য। সুদ আরও কমলে শেয়ার, বন্ডে বিদেশি লগ্নি বৃদ্ধিও বাধা পাবে। তবে কেন্দ্র কর কমানোর পরে শীর্ষ ব্যাঙ্ক যদি ফের সুদ কমিয়ে চাহিদা বৃদ্ধির পথ চওড়াও করতে চায়, তা ২৫ বেসিস পয়েন্টের বেশি হবে না।’’

পটনা আইআইটির অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিক বলছেন, ‘‘টাকার দাম কমছে। এর পরে সুদের হার আরও কমলে তার জোগান বাড়বে। যা টাকাকে আরও নীচে নামিয়ে দুর্বল করবে।’’

এক ঝলকে

২৯ সেপ্টেম্বর শুরু রিজ়ার্ভ ব্যাঙ্কের ঋণনীতি বৈঠক।

১ অক্টোবর সুদ ঘোষণা।

প্রশ্ন উঠছে, কেন্দ্র জিএসটি কমানোর পরে আরবিআই কি সুদ আরও ছেঁটে ঋণগ্রহীতার হাতে বাড়তি টাকার সংস্থান করবে?

এসবিআইয়ের সমীক্ষায় দাবি ছিল, ২৫ বেসিস পয়েন্ট ছাঁটা যায়।

রয়টার্সের সমীক্ষায় দাবি, চলতি বছরেই আর কমবে না সুদের হার।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

SBI Interest

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy