Advertisement
২৫ এপ্রিল ২০২৪

শহরের পাম্পে চার্জের প্লাগ

এই উদ্যোগকে স্বাগত জানান গাড়ি শিল্পের সংগঠন সিয়ামের ডেপুটি ডিরেক্টর জেনারেল সুগত সেন। তবে তাঁর মতে, বিক্ষিপ্ত ভাবে নয়, সার্বিক নীতি এনে একলপ্তে অনেক চার্জিং স্টেশন গড়া জরুরি।

প্রস্তুত: নিউটাউনে গাড়ি চার্জের কেন্দ্র। ছবি: স্নেহাশিস ভট্টাচার্য।

প্রস্তুত: নিউটাউনে গাড়ি চার্জের কেন্দ্র। ছবি: স্নেহাশিস ভট্টাচার্য।

দেবপ্রিয় সেনগুপ্ত
কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৮ ০৩:১২
Share: Save:

নাগপুর ছিল প্রথম। এ বার দেশে বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার দ্বিতীয় কেন্দ্র তৈরি রাজারহাট-নিউটাউনে।

দেশে পুরোদস্তুর বৈদ্যুতিক গাড়ি চালুর সময় নিয়ে কেন্দ্র ও শিল্পের চাপানউতোর চলছেই। সংস্থাগুলির দাবি, এই গাড়ি নিয়ে স্পষ্ট নীতি আনুক সরকার। বিতর্ক জারি, আগে গাড়ি না কি পরিকাঠামো, কোনটা তৈরি জরুরি তা নিয়েও। তবে এর মধ্যে বিক্ষিপ্ত ভাবে হলেও শুরু হয়েছে পরিকাঠামো গড়ার চেষ্টা। যার অঙ্গ হিসেবে নিউটাউনে নতুন তেলের পাম্পে তাদের দ্বিতীয় ‘চার্জিং স্টেশন’ তৈরি করেছে তেল সংস্থা আইওসি।

এই উদ্যোগকে স্বাগত জানান গাড়ি শিল্পের সংগঠন সিয়ামের ডেপুটি ডিরেক্টর জেনারেল সুগত সেন। তবে তাঁর মতে, বিক্ষিপ্ত ভাবে নয়, সার্বিক নীতি এনে একলপ্তে অনেক চার্জিং স্টেশন গড়া জরুরি।

প্রাথমিক পরিকাঠামো তৈরি হলেও এখনও বাণিজ্যিক ব্যবহার শুরু হয়নি নিউটাউন কেন্দ্রের। আইওসির পূর্বাঞ্চলীয় কর্তারা জানান, দ্রুত চার্জ দেওয়ার যন্ত্রের বরাত দেওয়া হয়েছে। পেতে মাসখানেক লাগবে। তাঁদের দাবি, ‘‘ভবিষ্যতের জ্বালানির জন্য তৈরি থাকতেই এই উদ্যোগ।’’ নাগপুরের কেন্দ্রটির জন্য আইওসি জোট বেঁধেছে একটি অ্যাপ ট্যাক্সি সংস্থার সঙ্গে। রাজারহাট কোন পথে এগোবে এ বার খতিয়ে দেখা হচ্ছে তা।

সম্প্রতি ভারতে ২০৩০-এর মধ্যে পুরোপুরি বৈদ্যুতিক গাড়ি আনার কথা বলেছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী, পীষুয গয়াল ও নিতিন গডকড়ী। তার পরেই দাবি উঠেছে নতুন প্রযুক্তি নিয়ে স্পষ্ট সরকারি নীতির। সঙ্গে চার্জিং কেন্দ্রের মতো পরিকাঠামোরও।

এ অবস্থায় নাগপুরে চার্জিং স্টেশন গড়ে আইওসি। দেশে প্রথম গণ পরিবহণে বৈদ্যুতিক গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয় যে শহর। এ বার নিউটাউনের কুলবেড়িয়ায় পাম্পে দ্বিতীয় চার্জিং কেন্দ্র গড়েছে সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IOC Charge Car Charging
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE