Advertisement
E-Paper

সস্তায় বিক্রি হচ্ছে আইফোন ১৫, মিলছে ১৫ শতাংশ ছাড়ে! কিন্তু কোথায়? কোন শর্তে?

আইফোন ১৫র দামে বড়সড় ছাড়ের কথা ঘোষণা করেছে একটি ই-কমার্স সংস্থা। তবে সেখানে রয়েছে একাধিক শর্ত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৭:০৪
iPhone 15 price dropped by 15 percent in e commerce company

কম দামে আইফোন কেনার মেগা সুযোগ। অ্যাপলের স্মার্টফোনে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে একটি ই-কমার্স সংস্থা। এ ছাড়া একটি বেসরকারি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কেনাকাটা করলে ১০ শতাংশ কম দামে আইফোন পাবেন সংশ্লিষ্ট ক্রেতা। নির্দিষ্ট মডেলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য বলে জানা গিয়েছে।

সম্প্রতি আইফোন-১৬ ভারতের বাজারে নিয়ে আসে অ্যাপল। ১২৮ জিবির ওই স্মার্টফোন কিনতে লাগছে ৭৯ হাজার ৯৯০ টাকা। এদেশের বাজারে আইফোন-১৬ আসার পর উল্লেখ্যযোগ্য হারে কমে গিয়েছে আইফোন-১৫র দাম। এই পরিস্থিতি ২০২৩ সালের মডেলগুলিতে আকর্ষণীয় ছাড়ের কথা ঘোষণা করেছে ই-কমার্স সংস্থা ‘ফ্লিপকার্ট’।

বর্তমানে খুচরো বাজারে ১২৮ জিবির আইফোন-১৫ কিনতে লাগছে ৬৯ হাজার ৯৯০ টাকা। অন্য দিকে ‘ফ্লিপকার্ট’-এ অ্যাপলের এই মডেলটি বিক্রি হচ্ছে ৫৮ হাজার ৯৯০ টাকায়। অর্থাৎ সেখানে ১৫ শতাংশ কম দামে বিক্রি হচ্ছে আইফোন-১৫। পাশাপাশি, এতে ক্রেডিট কার্ড এবং এক্সচেঞ্জেরও অফারও দিয়েছে সংশ্লিষ্ট ই-কমার্স সংস্থা। ফলে অনেকটাই কম দামে আইফোন-১৫ কিনতে পারছেন অ্যাপলপ্রেমীরা।

‘ফ্লিপকার্ট’-এর তালিকার উপর ভিত্তি করে আইফোন-১৫তে ১,৫০০ টাকা ছাড় দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড। তবে এ ক্ষেত্রে ইএমআইতে কিনতে হবে ওই স্মার্টফোন। এতে আইফোন-১৫র দামে আরও ১০ শতাংশ ছাড় পাবেন সংশ্লিষ্ট ক্রেতা। ইএমআই ছাড়া এইচডিএফসির ক্রেডিট কার্ডে ‘ফ্লিপকার্ট’ থেকে আইফোন-১৫ কিনলে ছাড় কমে দাঁড়াবে হাজার টাকা।

এ ছাড়া এক্সচেঞ্জের ক্ষেত্রে ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন আইফোন-১৫ গ্রাহক। তবে কোন মডেলের ফোন তিনি এক্সচেঞ্জ করছেন এবং সেটি কী অবস্থায় রয়েছে, তার উপর ওই ছাড় নির্ভর করবে।

iPhone 15 Price iPhone 15 Price in Kolkata iPhone 15 Discount in Kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy