Advertisement
E-Paper

নতুন ৫০ টাকার নোট দেখতে কি এমন হবে? জল্পনা তুঙ্গে

গত বছরের ডিসেম্বরে রিজার্ভ ব্যাঙ্ক এক বিবৃতিতে জানিয়েছিল, ২০০৫-এর মহাত্মা গাঁধী সিরিজের ৫০ টাকার নোট তারা বাজারে আনবে। সেই নোটের নম্বর প্যানেলে কোনও ইনসেট লেটার থাকবে না।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৭ ১৭:৫৯
৫০ টাকার নোটের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ছবি: সংগৃহীত।

৫০ টাকার নোটের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ছবি: সংগৃহীত।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ৫০ টাকার নোটের একটি ছবি ভাইরাল হয়েছে। এবং একইসঙ্গে এটাও ঘুরে বেড়াচ্ছে যে এই নোটই নাকি খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক গত বছরেই ঘোষণা করেছিল তারা নতুন ৫০ ও ২০ টাকার নোট বাজারে আনবে খুব শীঘ্রই। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ৫০ টাকার সেই ছবি জল্পনাকে আরও উস্কে দিয়েছে। তা হলে এমনটাই দেখতে হবে ৫০ টাকার নোট?

নতুন ৫০ টাকার নোটের রঙ হালকা সবুজ। রঙটাই শুধু পরিবর্তন, বাকিটা ৫০০ টাকার নোটের ক্ষুদ্র সংস্করণ। নোটের উপর মহাত্মা গাঁধীর ছবি রয়েছে। এই ছবিই এখন বিভ্রান্তির জন্ম দিয়েছে। হোয়াট্সঅ্যাপে এর আগেও ঠিক একই রঙের ১০০০ টাকার নোটের ছবি ভাইরাল হয়েছিল। কিন্তু সেটা ছিল রটনা মাত্র।

আরও পড়ুন: স্টেট ব্যাঙ্কের পথে হেঁটে সেভিংস অ্যাকাউন্টে সুদ কমাল এইচডিএফসি ব্যাঙ্কও

আরও পড়ুন: সুদ কমলেও অখুশি বাজার

গত বছরের ডিসেম্বরে রিজার্ভ ব্যাঙ্ক এক বিবৃতিতে জানিয়েছিল, ২০০৫-এর মহাত্মা গাঁধী সিরিজের ৫০ টাকার নোট তারা বাজারে আনবে। সেই নোটের নম্বর প্যানেলে কোনও ইনসেট লেটার থাকবে না। এবং রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলের সই থাকবে। পাশাপাশি ছাপার সাল ‘২০১৬’ লেখা থাকবে সেই নোটে। তা হলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ৫০ টাকার নুতন নোট কি এমনই দেখতে হবে? সে বিষয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি রিজার্ভ ব্যাঙ্কের।

Buzz New 50 rupees Note Social media রিজার্ভ ব্যাঙ্ক Reserve Bank
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy