ভারতের মূল্যায়ন বাড়াল জাপানের সংস্থা ‘রেটিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনফর্মেশন’ (আরঅ্যান্ডআই)। ‘BBB’ থেকে বাড়িয়ে তা করা হয়েছে ‘BBB+’। শুক্রবার এ কথা বিবৃতি দিয়ে জানিয়েছে মোদী সরকার। বলেছে, মূল্যায়ন সংস্থাটি মনে করছে দীর্ঘ মেয়াদে ভারতের ঋণ শোধের ক্ষমতার আরও এক ধাপ উন্নতি হয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত। আগামী দিনে এ দেশের অর্থনীতি স্থিতিশীল থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি। আর অ্যান্ড আই-এর রিপোর্টকে স্বাগতজানিয়েছে কেন্দ্র।
সংশ্লিষ্ট মহলের দাবি, আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যে এই পদক্ষেপ সরকারের পক্ষে স্বস্তির। ‘BBB+’ মূল্যায়নের অর্থ— কিছু আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও একটি দেশের ধার শোধ করার যথেষ্ট ক্ষমতা তৈরি হয়েছে। আরঅ্যান্ডআই-ও বলেছে, আমেরিকার শুল্ক ভারতের জন্য কিছু সমস্যা তৈরি করবে বটে। তবে দেশের অভ্যন্তরীণ চাহিদা অর্থনীতিতে সেই প্রভাবকে ফিকে করবে। সরকার জিএসটির হার কমানোয় দেশে বিক্রিবাটা বাড়বে। যার হাত ধরে রাজস্ব বাড়াতে পারবে সরকার।
এই নিয়ে চলতি বছরে ভারতের মূল্যায়ন বাড়াল তিনটি আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা। গত অগস্টে বাড়িয়েছিল এসঅ্যান্ডপি। তারও আগে গত মে মাসে বাড়ায় মর্নিংস্টার ডিবিআরএস। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আরঅ্যান্ডআই পর্যালোচনা করে দেখেছে, বিশ্বের বৃহৎ দেশগুলির মধ্যে সব থেকে দ্রুত গতিতে আর্থিক উন্নতি করা দেশগুলির অন্যতম ভারত। মূল্যায়ন বাড়ানোর আগে তিনটি বিষয় বিশেষ করে খতিয়ে দেখেছে তারা— জনসংখ্যার নিরিখে সুবিধা, অভ্যন্তরীণ চাহিদা এবং কার্যকরী সরকারি নীতি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)