শীঘ্রই এ রাজ্যে ডেটা সেন্টার চালু করছে জাপানের এনটিটি ডেটা। তবে তাতে সীমাবদ্ধ না থেকে পশ্চিমবঙ্গে নিজেদের উপস্থিতি আরও বাড়াতে চায় তথ্যপ্রযুক্তি সংস্থাটি। বৃহস্পতিবার এবিপি গোষ্ঠী আয়োজিত ইনফোকমে তাদের ভারতীয় শাখা এনটিটি ডেটা ইন্ডিয়ার কর্তারা জানান, ইতিমধ্যেই ডেটা সেন্টার গড়তে লগ্নি করা হয়েছে ২০০০ কোটি টাকা। আগামী কয়েক মাসের মধ্যে শুরু হবে প্রথম পর্যায়ের কাজ। তারপর ধীরে ধীরে খুলবে বাকিটা। এনটিটি ডেটা ইন্ডিয়ার সিইও অবিনাশ জোশী জানান, দেশের এই প্রান্তে উন্নত মেধাসম্পদের কারণেই উপস্থিতি আরও অনেক গুণ বাড়াতে আগ্রহী সংস্থা।
সংস্থার এক কর্তার দাবি, নিউটাউনের সিলিকন ভ্যালিতে ৭.৫ একর জমিতে তৈরি হচ্ছে ডেটা সেন্টার। ক্ষমতা ১৮ মেগাওয়াট। পূর্ব ভারতের বৃহত্তম ডেটা সেন্টার হতে চলেছে এটি। প্রথম পর্যায়ে খুলছে ৬ মেগাওয়াট ক্ষমতা নিয়ে। রাজ্যের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিং নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা জোট বাঁধার উৎসাহ দেখিয়েছে।
সূত্রের খবর, রাজ্যে এনটিটি ডেটা ইন্ডিয়ার কেব্ল ল্যান্ডিং স্টেশন তৈরির পরিকল্পনাও রয়েছে। চেন্নাই ও মুম্বইতে এমন স্টেশন রয়েছে তাদের। এ দিনের আলাপচারিতায় অবিনাশ স্পষ্টই বলেন, ‘‘দেশের এই প্রান্তে মানবসম্পদ উঁচু মানের। তাই বর্তমান প্রকল্পের পাশাপাশি এনটিটি এখানে নিজেদের উপস্থিতি আরও বাড়াতে ইচ্ছুক। লক্ষ্য মূলত, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি কেন্দ্রের মতো ক্ষেত্র।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)