৩০ বছর আগে বাবার কেনা শেয়ারের নথি হাতে আসতেই ভাগ্যবদল! রাতারাতি কয়েক কোটির মালিক হয়ে গেলেন এক ব্যক্তি। আর এই তথ্য প্রকাশ্যে আসায় স্টকের বাজারে পড়ে গিয়েছে হইচই।
সম্প্রতি জেএসডব্লিউ স্টিলের স্টকের ছবি দিয়ে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন শেয়ার বিশেষজ্ঞ সৌরভ দত্ত। তিনি জানিয়েছেন, তিন দশক আগে সংশ্লিষ্ট শেয়ারগুলি কেনা হয়েছিল। এর বর্তমান বাজারমূল্য ৮০ কোটি টাকা! যে ব্যক্তি ইস্পাত সংস্থাটির স্টক কিনেছিলেন, তাঁর নাম অবশ্য প্রকাশ্যে আনেননি তিনি।
সৌরভের করা পোস্ট অনুযায়ী, ১৯৯০ সালে জেএসডব্লিউ স্টিলের শেয়ারগুলি কিনেছিলেন এক ব্যক্তি। এর জন্য লাখ টাকা খরচ করেন তিনি। ওই সময়ে ‘জিন্দাল বিজয়নগর স্টিল’ সংস্থার নামে স্টকগুলি ক্রয় করা হয়। তার পর গঙ্গা-যমুনা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। তাঁর পরিবারের সদস্যেরা একরকম ভুলেই গিয়েছিলেন ওই শেয়ারের কথা।
কিছু দিন আগে বাবার কেনা ইস্পাত সংস্থাটির স্টকের নথি খুঁজে পান ছেলে। তিনি সমাজমাধ্যম প্ল্যাটফর্ম ‘রেডিট’-এ সক্রিয়। শেয়ারের নথি হাতে পেয়ে তা নিয়ে সৌরভের কাছে ছোটেন ওই ব্যক্তি। হিসাব কষতেই জানা যায় রাতারাতি ৮০ কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন তিনি। তাঁর পরিচয় অবশ্য গোপন রেখেছেন শেয়ার বিশেষজ্ঞ সৌরভ।
বর্তমানে জেএসডব্লিউ স্টিলের শেয়ারের দাম হাজার টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। সোমবার, ৮ জুনের তুলনায় এতে ০.১৫ শতাংশের বৃদ্ধি দেখা গিয়েছে। গত এক মাসে প্রায় সাড়ে তিন শতাংশ বেড়েছে এর দর। বছর থেকে বছরের হিসাবে এতে প্রায় ১২ শতাংশের বৃদ্ধি দেখা গিয়েছে।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)