নতুন বছরের প্রাক্কালে মধ্যবিত্তের হেঁশেলে খুশি বয়ে আনল রান্নার গ্যাসের দাম। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমায় ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডারের প্রতি কমবে ৫ টাকা ৯১ পয়সা থেকে ৬ টাকা ৩ পয়সা পর্যন্ত। ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি কমবে ১২০ টাকা ৫০ পয়সা থেকে ১২৩ টাকা পর্যন্ত। ১ জানুয়ারি থেকে এই নতুন দাম ধার্য হয়েছে বলে ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে জানানো হয়েছে।
জ্বালানির খুচরো বিক্রেতা হিসাবে দেশের সব থেকে বড় সংস্থা ইন্ডিয়ান অয়েল। তারা জানিয়েছে, ‘‘গৃহস্থের প্রয়োজনীয় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে ৮০৯ টাকা ৫০ পয়সা থেকে কমে হল ৬৮৯ টাকা।’’ আন্তর্জাতিক বাজারে এলপিজি-র দাম কমা ও ডলারের পরিবর্তে টাকার বিনিময় হার শক্তিশালী হওয়ার জন্যই দাম কমেছে বলে তাদের তরফে জানানো হয়েছে।
এই দাম কমার ফলে কলকাতায় রান্নার গ্যাসের দাম কমে হল ৭১৪ টাকা। ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম কমে দাঁড়াল ৪৯৮ টাকা ৯ পয়সা।