ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমল দেশের চারটি প্রধান শহর দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে। রবিবার থেকেই কার্যকর হল নতুন দাম। কলকাতায় দাম কমল সবচেয়ে বেশি। সাড়ে ৫৬ টাকা। ছিল ৮৯৬ টাকা। এ দিন থেকে তা হল ৮৩৯ টাকা ৫০ পয়সা। দিল্লি ও মুম্বইয়ে দাম কমল ৫৩ টাকা। চেন্নাইয়ে কমল ৫৫ টাকা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)-এর তরফে এ দিন ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করা হয়েছে।
তবে ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের সিলিন্ডারের জন্য এখনও সবচেয়ে বেশি টাকা গুনতে হবে কলকাতাবাসীর। আগেও তাই ছিল।
গত অগস্ট থেকে ৬ মাসে ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল ৬ বার। মোট ৫০ শতাংশ। তার পর এই প্রথম দেশের চারটি প্রধান শহরে দাম কমল ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের সিলিন্ডারের।