Advertisement
E-Paper

ছ’মাসে প্রথম, ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমল কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাইয়ে

তবে ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের সিলিন্ডারের জন্য এখনও সবচেয়ে বেশি টাকা গুনতে হবে কলকাতাবাসীর। আগেও তাই ছিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২০ ১৩:৫৭
কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। -ফাইল ছবি।

কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। -ফাইল ছবি।

ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমল দেশের চারটি প্রধান শহর দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে। রবিবার থেকেই কার্যকর হল নতুন দাম। কলকাতায় দাম কমল সবচেয়ে বেশি। সাড়ে ৫৬ টাকা। ছিল ৮৯৬ টাকা। এ দিন থেকে তা হল ৮৩৯ টাকা ৫০ পয়সা। দিল্লি ও মুম্বইয়ে দাম কমল ৫৩ টাকা। চেন্নাইয়ে কমল ৫৫ টাকা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)-এর তরফে এ দিন ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করা হয়েছে।

তবে ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের সিলিন্ডারের জন্য এখনও সবচেয়ে বেশি টাকা গুনতে হবে কলকাতাবাসীর। আগেও তাই ছিল।

গত অগস্ট থেকে ৬ মাসে ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল ৬ বার। মোট ৫০ শতাংশ। তার পর এই প্রথম দেশের চারটি প্রধান শহরে দাম কমল ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের সিলিন্ডারের।

শহর

১ মার্চ থেকে হল

ছিল

দিল্লি

৮০৫ টাকা ৫০ পয়সা

৮৫৮ টাকা ৫০ পয়সা

কলকাতা

৮৩৯ টাকা ৫০ পয়সা

৮৯৬ টাকা

মুম্বই

৭৭৬ টাকা ৫০ পয়সা

৮২৯ টাকা ৫০ পয়সা

চেন্নাই

৮২৬ টাকা

৮৮১ টাকা

সূত্র: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড

আরও পড়ুন-অর্থনীতি ধ্বংস হচ্ছে, ফের তোপ কংগ্রেসের

আরও পড়ুন- বিনিয়োগে কাঁটা আইন, কেন্দ্রের নীতি

আইওসিএল-এর তরফে জানানো হয়েছে, রবিবার থেকে ভর্তুকি ছাড়া ১৪.২ কিলোগ্রাম ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দিল্লিতে হল ৮০৫ টাকা ৫০ পয়সা (ছিল ৮৫৮ টাকা ৫০ পয়সা), মুম্বইয়ে হল ৭৭৬ টাকা ৫০ পয়সা (ছিল ৮২৯ টাকা ৫০ পয়সা)। কলকাতা ও চেন্নাইয়ে যথাক্রমে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ৮৩৯ টাকা ৫০ পয়সা (ছিল ৮৯৬ টাকা) এবং ৮২৬ টাকা (ছিল ৮৮১ টাকা)।

একই সঙ্গে কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে কমল ১৯ কিলোগ্রাম ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও।

তা কলকাতা ও দিল্লিতে এ দিন থেকে হল যথাক্রমে ১৪৫০ টাকা এবং ১৩৮১ টাকা ৫০ পয়সা। আর মুম্বই ও চেন্নাইয়ে দাম হল যথাক্রমে ১৩৩১ টাকা এবং ১৫০১ টাকা ৫০ পয়সা।

LPG Price LPG Cylinder Business রান্নার গ্যাস
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy