Advertisement
২৬ এপ্রিল ২০২৪

হাজিরা দিতে আরও সময় চাইলেন মাল্য

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সামনে হাজিরা দিতে ফের সময় চাইলেন বিজয় মাল্য। শুক্রবার তিনি আবেদন করেন, এ জন্য মে মাস পর্যন্ত সময় দেওয়া হোক তাঁকে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি ও মুম্বই শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৬ ০৪:০৫
Share: Save:

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সামনে হাজিরা দিতে ফের সময় চাইলেন বিজয় মাল্য। শুক্রবার তিনি আবেদন করেন, এ জন্য মে মাস পর্যন্ত সময় দেওয়া হোক তাঁকে। যদিও তাঁর ছেলে সিদ্ধার্থ মাল্য এ দিনই ইউনাইটেড ব্রুয়ারিজ হোল্ডিংসের পরিচালন পর্ষদের নন-এগ্‌জিকিউটিভ ও নন-ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন।

এ দিন বিজয় মাল্যর দাবি, ব্যাঙ্কের ধার শোধ করতে ইতিমধ্যেই আইনজীবী এবং সংস্থার সঙ্গে কথা চালাচ্ছেন। তাই কিছু দিন সময় দরকার। এ নিয়ে ইডি কোনও সিদ্ধান্ত জানায়নি। মামলার গুরুত্ব বিচারে তাঁকে আর সময় দেওয়া না-হতে পারে বলেও ইঙ্গিত সংশ্লিষ্ট মহলের। উল্লেখ্য, এর আগে ১৮ মার্চ হাজিরা দেওয়ার জন্য প্রথমবার সমন জারি করে ইডি। মাল্যের আর্জিতে পরে তাঁকে সময় দেওয়া হয় ২ এপ্রিল পর্যন্ত। এ বার সেই দিনেও হাজিরা না-দেওয়ার কথা জানালেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

vijoy mallya debt
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE