ভারতে গাড়ি বিক্রির পূর্বাভাস কমাল মার্সিডিজ বেঞ্জ। এর আগে তাদের আশা ছিল, এ বছর বিক্রি বৃদ্ধির হার ছাড়াবে দুই অঙ্ক। কিন্তু সোমবার মার্সিডিজ বেঞ্জ ইন্ডিয়ার কর্তা রোলান্ড ফোলজার বলেন, নোট বাতিলের পরে বাজারের যা অবস্থা, তাতে ২০১৫-র বিক্রির অঙ্ক (১৩,৫০২টি) ছুঁতে পারলেই তাঁরা খুশি হবেন। দিল্লি ও রাজধানী সংলগ্ন অঞ্চলে ডিজেল গাড়ি বিক্রি বন্ধের ঘটনাও এ বছর গাড়ি ব্যবসার ক্ষতি করেছে বলে জানান তিনি। তবে বিক্রির পূর্বাভাস কমালেও, কেন্দ্রের পুরনো পাঁচশো, হাজারের নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থনই করেন ফোলজার। তাঁর দাবি, দীর্ঘ মেয়াদে এতে ভাল হবে ভারতীয় অর্থনীতির।