Advertisement
১৯ মে ২০২৪

গাড়ি না থামিয়েই এ বার থেকে মেটানো যাবে টোলের টাকা, ১৫ ডিসেম্বর আসছে ফাস্ট্যাগ

জাতীয় সড়কে টোল দেওয়ার জন্য ইতিমধ্যেই অনলাইন ব্যবস্থা চালু করেছে কেন্দ্র। যার মাধ্যমে গাড়ি না-থামিয়েই টাকা দেওয়া যায়। সারা দেশে কাল থেকে এই ফাস্ট্যাগ বাধ্যতামূলক হওয়ার কথা ছিল। শুক্রবার তা পিছিয়ে ১৫ ডিসেম্বর করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। মানুষকে আরও কিছুটা বাড়তি সময় দিতে। তবে বিষয়টি নিয়ে এখনও রয়ে গিয়েছে নানা প্রশ্ন, ধোঁয়াশাও।জাতীয় সড়কে টোল দেওয়ার জন্য ইতিমধ্যেই অনলাইন ব্যবস্থা চালু করেছে কেন্দ্র। যার মাধ্যমে গাড়ি না-থামিয়েই টাকা দেওয়া যায়। সারা দেশে কাল থেকে এই ফাস্ট্যাগ বাধ্যতামূলক হওয়ার কথা ছিল। শুক্রবার তা পিছিয়ে ১৫ ডিসেম্বর করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। মানুষকে আরও কিছুটা বাড়তি সময় দিতে। তবে বিষয়টি নিয়ে এখনও রয়ে গিয়েছে নানা প্রশ্ন, ধোঁয়াশাও।

ট্যাগহীন গাড়ি যদি ফাস্ট্যাগের গেটে ঢুকে পড়ে, তখন দ্বিগুণ টোল দিতে হবে।

ট্যাগহীন গাড়ি যদি ফাস্ট্যাগের গেটে ঢুকে পড়ে, তখন দ্বিগুণ টোল দিতে হবে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ ০৩:৪৮
Share: Save:

ফাস্ট্যাগ কী

• গাড়ির ডিজিটাল তথ্যসম্বলিত ট্যাগ বা পাতলা কার্ড।

• কাজ করে রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তিতে।

• লাগাতে হয় গাড়ির সামনের কাচে (উইন্ডস্ক্রিন)।

• এর সাহায্যে গাড়ি না-থামিয়েই মেটানো যায় টোলের টাকা। লাইনে দাঁড়াতে হয় না।

• ট্যাগের সঙ্গে যুক্ত থাকা অ্যাকাউন্ট (ওয়ালেট) থেকেই কেটে নেওয়া হয় ওই টাকা।

• নতুন গাড়ি তৈরির সময়েই এই ট্যাগ লাগানো বাধ্যতামূলক। গাড়ি সংস্থাই সেই দায়িত্ব নেয়।

• পুরনো গাড়ি হলে ফাস্ট্যাগ কেনার দায়িত্ব মালিকের।

• একটি ট্যাগ ৫ বছরের জন্য চালু থাকে।

টোলে ট্যাগ

• সড়ক পরিবহণ মন্ত্রকের নির্দেশে দেশের সব টোল প্লাজ়ায় এই ব্যবস্থা চালু হবে।

• এখনও বহু গাড়িতে ওই ট্যাগ নেই, তাই এই নিয়ম বাধ্যতামূলক হলেও টোল প্লাজ়ায় অন্তত কিছু দিন ফাস্ট্যাগের সঙ্গে নগদে টোল দেওয়ার সুবিধাও চালু থাকবে। এ জন্য প্রতি দিকে একটি লেন নির্দিষ্ট থাকবে।

• টোল প্লাজ়ায় নগদের গেট দিয়ে গেলে সংশ্লিষ্ট গাড়ি মালিক নগদেই নির্ধারিত টোল দেবেন।

• কিন্তু ট্যাগহীন গাড়ি যদি ফাস্ট্যাগের গেটে ঢুকে পড়ে, তখন দ্বিগুণ টোল দিতে হবে।

গাড়িতে লাগানো হচ্ছে ফাস্ট্যাগ। মুম্বইয়ে শুক্রবার। ছবি: পিটিআই।

মিলবে কোথায়

• ব্যাঙ্ক, ই-কমার্স সংস্থা ও ওয়ালেট মারফত কেনা যাবে।

• প্রতিটি টোল প্লাজ়াতেও ওই ট্যাগ কেনার সুবিধা রাখছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই)।

আরও পড়ুন: অর্থনীতির অসুখের আশঙ্কা সত্যি প্রমাণ করে বৃদ্ধির হার আরও কমে হল ৪.৫%

লাগবে কোন নথি

• ব্যাঙ্কের কাছ থেকে পাওয়া ফাস্ট্যাগের আবেদনপত্র (ভর্তি করতে হবে)।

• গাড়ি রেজিস্ট্রেশন সার্টিফিকেট (যেখানে গাড়ির সমস্ত তথ্য লেখা থাকে)।

• গাড়ির মালিকের পাসপোর্ট সাইজ ছবি।

• ড্রাইভিং লাইসেন্স।

• গাড়ির ধরনের (যাত্রিবাহী, বাণিজ্যিক) সঙ্গে মিলিয়ে জমা দিতে হবে কেওয়াইসি নথিও।

খরচ কত

• ফাস্ট্যাগের নির্দিষ্ট দাম থাকে।

• ১৫ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ফাস্ট্যাগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

• তার বাইরেও ব্যাঙ্ক টাকা নেয়। যা বিভিন্ন ব্যাঙ্ক বিশেষে আলাদা হতে পারে।

রিচার্জ কোথায়

• ব্যাঙ্কই ব্যবস্থা করে দেবে আলাদা ওয়ালেটের। সেখানেই টাকা ভরাতে হবে। টোল দেওয়ার সময় ওই ব্যালান্স থেকেই তা কেটে নেওয়া হবে।

• টাকা ভরানো যাবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেফ্‌ট, আরটিজিএস, নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।

• যদি একই রাস্তা দিয়ে যাতায়াত করা হয়, তা হলে নেওয়া যায় মাসিক পাসও।

• মাইফাস্ট্যাগ অ্যাপেরও সুবিধা নেওয়া যায়।

বাড়তি সুবিধা

• ফাস্ট্যাগের মাধ্যমে টোল দিলে আপাতত ২.৫% ক্যাশব্যাকের সুবিধা মিলবে।

গাড়ি বিক্রি করলে

• গাড়ি বিক্রি করে দিলে ব্যাঙ্কে গিয়ে সেটির ফাস্ট্যাগের সঙ্গে যুক্ত ওয়ালেট বন্ধের আর্জি জানাতে হবে।

• একই ব্যবস্থা নিতে হবে গাড়ি চুরি গেলেও।

মনে রাখা জরুরি

• দেখে নিতে হবে, ট্যাগ যেন গাড়ির উইন্ডস্ক্রিনে এমন জায়গায় থাকে, যাতে টোল প্লাজ়ার রিডারে ট্যাগের তথ্য ধরা পড়ে।

• এক এক গাড়ির নকশা একেক রকমের। তাই সব চেয়ে ভাল হয় কোথায় ট্যাগ লাগানো হবে, তা ডিলারদের জিজ্ঞাসা করে নিতে পারলে।

রাজ্যে কী অবস্থা

• পশ্চিমবঙ্গে মোট ১৫টি টোল প্লাজ়া রয়েছে।

• এখনও বাধ্যতামূলক না-হলেও ইতিমধ্যেই সেগুলিতে ফাস্ট্যাগের মাধ্যমে টোল দেওয়ার সুবিধা চালু হয়েছে।

• হিসেব বলছে, দু'মাস আগে রাজ্যের টোল প্লাজ়া দিয়ে যাওয়া প্রতি ৫টি গাড়ির মধ্যে একটিতে ওই ট্যাগ থাকত। এখন প্রতি ৪টি গাড়ির মধ্যে ১টিতে থাকছে।

• রাজ্যে কিছু দিন আগে টোল প্লাজ়াগুলিতে ৩০-৪০টি ফাস্ট্যাগ বিক্রি হলেও এখন তা বেড়ে হয়েছে প্রায় ১,০০০টি।

তথ্যসূত্র: এনএইচএআই, এনপিসিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi FASTag India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE