Advertisement
০৬ মে ২০২৪
Business

বাজেটে হোম লোন থেকে করছাড়ে প্রস্তাবিত এই পরিবর্তনে চিন্তায় মধ্যবিত্ত

আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেশ কিছুটা বাড়বে। বাজেটের আগে পর্যন্ত এমনটাই আশা করেছিল মধ্যবিত্ত। একেবারে নিরাশ করেননি অর্থমন্ত্রী। এত দিন আড়াই লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের উপরে ১০ শতাংশ হারে কর দিতে হত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:০২
Share: Save:

আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেশ কিছুটা বাড়বে। বাজেটের আগে পর্যন্ত এমনটাই আশা করেছিল মধ্যবিত্ত। একেবারে নিরাশ করেননি অর্থমন্ত্রী। এত দিন আড়াই লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের উপরে ১০ শতাংশ হারে কর দিতে হত। বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেন, সেই হার কমিয়ে এ বার করা হবে ৫ শতাংশ। তাঁর দাবি, ‘‘যাঁদের করযোগ্য আয় আড়াই থেকে ৫ লক্ষ টাকার মধ্যে তাঁদের কর বাবদ বোঝা হয় শূন্য হয়ে যাবে বা বর্তমান দেয় করের অর্ধেক হবে।”

এই ঘোষণা মধ্যবিত্তকে কিছুটা স্বস্তি দিলেও হোম লোনের ক্ষেত্রে একটি বড়সড় পরিবর্তন করেছেন জেটলি। আর তাতে কিছুটা হলেও সমস্যায় পড়েছেন মধ্যবিত্তরা। এত দিন পর্যন্ত ব্যাঙ্ক ঋণের মাধ্যমে কেনা বাড়ি থেকে আয়ের সঙ্গে হোম লোনের সুদের পার্থক্যের পুরোটাই ছিল করছাড়ের আওতায়। বেশির ভাগ ক্ষেত্রে এই আয় হয় হোম লোন করে কেনা বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দিয়ে। অথচ কেউ যদি সেই বাড়ি ভাড়া না দিয়ে নিজেই থাকেন, সে ক্ষেত্রে ৮০সি এবং ২৭এ ধারায় করছাড়ের পরিমাণ ছিল সর্বোচ্চ দু’লক্ষ টাকা। অর্থাত্ হোম লোনে কেনা ফ্ল্যাট নিজে না থেকে ভাড়া দিলে লাভ হত ঢের বেশি। অনেকেই এই সুযোগে দ্বিতীয় ফ্ল্যাট কিনে তা ভাড়া দিয়ে বেশ কিছুটা কর বাঁচিয়ে নিতেন।

এ বার সেই ব্যবস্থাটার বেশ কিছুটা সংশোধন করেছেন অর্থমন্ত্রী। দু’ক্ষেত্রেই কর ছাড়ের প্রাথমিক পরিমাণকে বেঁধে দিয়েছেন দু’লক্ষ টাকায়। তবে বাড়ি থেকে আয়ের সঙ্গে হোম লোনের সুদের পার্থক্যের পরিমাণ যদি দু’লক্ষের বেশি হয়, সে ক্ষেত্রে অবশিষ্ট পরিমাণের উপর করছাড়ের সুবিধা আগামী ৮টি অর্থবর্ষের মধ্যে নিতে পারা যাবে।

কর বাঁচাতে দ্বিতীয় সম্পত্তি কিনে ভাড়া দেওয়া মধ্যবিত্তরা এই ঘোষণায় স্বভাবতই চিন্তায় পড়েছেন। বিশেষজ্ঞরাও জানাচ্ছেন, এই ঘোষণায় বাড়ি বা ফ্ল্যাট বিক্রিতে কিছুটা ভাটা পড়বে। তবে অর্থমন্ত্রীর দাবি, এর ফলে কর কাঠামোয় স্বচ্ছতা বাড়বে।

আরও পড়ুন: শীঘ্রই উঠবে ২৪ হাজারের সীমা, দাবি কেন্দ্রের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Budget Home Loan Arun Jaitley
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE