রফতানি ক্ষেত্রকে ঘুরিয়ে দাঁড় করাতে আরও একটি প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র। শুক্রবার বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, ৭২৯৫ কোটি টাকার প্রকল্পে ৫১৮১ কোটি বরাদ্দ করা হয়েছে রফতানি সংস্থাগুলির ঋণের সুদে ভর্তুকির জন্য। বাকি ২১১৪ কোটি সেই ঋণকে বন্ধকহীন করতে। ২০২৫-২০৩১ সাল পর্যন্ত ছ’বছর এই বরাদ্দ খরচ করা হবে। আমেরিকার শুল্কে ধাক্কা খাওয়া রফতানি ক্ষেত্রকে সাহায্যের জন্য সম্প্রতি বড় প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র। যেখানে মোট ১১টি অংশ রয়েছে। বিদেশের বাজারে প্রচারের জন্য আগেই ৪৫৩১ কোটির প্যাকেজ ঘোষণা করেছে সরকার।
কেন্দ্রের বক্তব্য, এই সব প্রকল্পের সুবিধা মূলত পাবে ক্ষুদ্র, ছোট ও মাঝারি রফতানি সংস্থা। তাদের ঋণের সুদে ২.৭৫% পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। বছরে দু’বার খতিয়ে দেখা হবে তার হার। একটি সংস্থা সর্বাধিক ৫০ লক্ষ টাকা সহায়তা পাবে। সেই সঙ্গে রফতানি ঋণকে গ্যারান্টিকৃত করতেও উদ্যোগী হয়েছে কেন্দ্র। দাবি, এতে সংস্থাগুলির ঋণ পেতে সুবিধা হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)