অনেক দিন ধরেই অনৈতিক বাণিজ্যের অভিযোগে বেজিংকে নিয়মিত দুষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিপুল চিনা পণ্যে চাপাচ্ছেন শুল্ক। হুমকি দিচ্ছেন আমেরিকায় ঢোকা সে দেশের সমস্ত পণ্যকে নিশানা করার। অথচ চুপিসারে সেই মার্কিন সেনেটেই পাশ হল শুল্ক বিল। যার হাত ধরে কর কমতে চলেছে চিনে তৈরি নানা পণ্যে।
সর্বসম্মতিতে বিতর্ক ছাড়াই বাণিজ্যে পাঁচিল কমাতে শুল্ক বিল পাশ হয়েছে সেনেটে। বিলে বলা হয়েছে টোস্টার-সহ প্রায় ১,৬৬০টি পণ্যে শুল্ক কমানো বা পুরো তোলার কথা। সূত্রের দাবি, তাৎপর্যপূর্ণ ভাবে যেগুলির বেশির ভাগ তৈরি হয় চিনে।
হালে চিন-মার্কিন শুল্ক যুদ্ধে প্রায় সব দেশ সন্ত্রস্ত। ইতিমধ্যেই এক দফা পারস্পরিক পণ্যে কর চাপিয়েছে তারা। হুমকি-পাল্টা হুমকিও চলছে। এই অবস্থায় হোয়াইট হাউস প্রকাশ্যে আনেনি এই শুল্ক বিল। যা মার্কিন প্রতিনিধি সভা ও সেনেট, দুই কক্ষেই পাশ হয়েছে। ট্রাম্প সই করলেই তা আইনের রূপ পাবে।