কারখানা সম্প্রসারণের লক্ষ্যে তিন বছরে রাজ্যে ২০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা করেছে নিফা গোষ্ঠী। তারা প্রধানত রফতানি ভিত্তিক ইঞ্জিনিয়ারিং পণ্য তৈরি করে। এ বার উৎপাদন দ্বিগুণ করে রফতানি বাড়ানোই তাদের উদ্দেশ্য। সংস্থার বক্তব্য, এখন তারা ৩০টি দেশে পণ্য রফতানি করে। নতুন বাজার ধরতে আমেরিকায় সংস্থা অধিগ্রহণের পরিকল্পনা করেছে তারা। কর্তৃপক্ষের দাবি, রাজ্যে সম্প্রসারণের কাজ শেষ হলে তিন বছরে নতুন প্রায়৩০০০ কর্মসংস্থান হবে। এখন গোষ্ঠীতে কর্মী প্রায় ২০০০ জন।
সম্প্রতি নিফার প্রতিষ্ঠাতা প্রয়াত জি ডি শাহের জীবনী সংক্রান্ত বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে গোষ্ঠীর চেয়ারম্যান এম সি শাহ বলেন, সংস্থা ৬৫ বছর পূ্র্ণ করেছে। বরাত দ্রুত বাড়ায় উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করেছেন তাঁরা।ডানকুনি ও চন্দননগরে ইঞ্জিনিয়ারিং পণ্যের দু’টি কারখানা রয়েছে। নতুন পুঁজিতে সেগুলি লাগোয়া জমিতেই আরও দু’টি কারখানা তৈরি হবে। ধাপে ধাপে উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করা হবে।
শাহ আরও জানান, উৎপাদিত পণ্যের ৭৫ শতাংশই রফতানি করেন তাঁরা। তিনি বলেন, ‘‘বন্দে ভারত ট্রেনের জন্য চাকা ও অ্যাক্সেল-সহ বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং পণ্য তৈরি করি। নতুন কারখানায় কৃষিতে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)