Advertisement
০৯ অক্টোবর ২০২৪

কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে এনআইআইএফ

আগামী ডিসেম্বর থেকেই চালু হয়ে যাচ্ছে প্রস্তাবিত ২০ হাজার কোটি টাকার জাতীয় লগ্নি ও পরিকাঠামো ফান্ড (ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড বা এনআইআইএফ)। শুক্রবার কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা এ কথা জানিয়ে বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পূর্ণ ভাবে হাত মিলিয়ে কাজ করবে এই ফান্ড।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০৩:১৯
Share: Save:

আগামী ডিসেম্বর থেকেই চালু হয়ে যাচ্ছে প্রস্তাবিত ২০ হাজার কোটি টাকার জাতীয় লগ্নি ও পরিকাঠামো ফান্ড (ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড বা এনআইআইএফ)। শুক্রবার কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা এ কথা জানিয়ে বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পূর্ণ ভাবে হাত মিলিয়ে কাজ করবে এই ফান্ড। এবং এর প্রধান কাজই হবে দেশজুড়ে নানা ধরনের পরিকাঠামো প্রকল্প তৈরি করার জন্য টাকার জোগান দেওয়া। যে সব প্রকল্পে কাজ বন্ধ হয়ে রয়েছে, এই ফান্ড থেকে টাকা জুগিয়ে সেগুলিকেও নতুন করে চালু করার ব্যবস্থা হবে।

সিন্হা আরও জানান, এই ফান্ড সংস্থাটি অবস্থিত হবে মুম্বইয়ে। দেশের উন্নতির স্বার্থে বিশেষ করে নজর দেওয়া হবে কর্মী নিয়োগের উপর। তিনি বলেন, ‘‘আমরা এই প্রতিষ্ঠানটির জন্য সারা পৃথিবী থেকে সেরাদের বেছে নেব।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE