নতুন মাইল-ফলক ছুঁয়ে সপ্তাহ শুরু করল ন্যাশনাল স্টক এক্সেচেঞ্জের সূচক নিফ্টি। সোমবার তা ৬৭.৭০ পয়েন্ট উঠে ১০,১৫৩.১০ অঙ্কে পা রাখল। সেনসেক্স ১৫১.১৫ পয়েন্ট বে়ড়েছে। দাঁড়িয়েছে ৩২,৪২৩.৭৬ অঙ্কে। ছ’সপ্তাহে যা সর্বোচ্চ।
যে সব কারণে বাজার এ দিন চাঙ্গা হয়ে ওঠে, সেগুলি হল—
• ভারতের বাজারে ফের বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির শেয়ার কেনা শুরু হওয়া।
• দেশীয় লগ্নিকারী সংস্থাগুলির পুঁজি ঢালার ঝোঁক বহাল থাকা।
• উত্তর কোরিয়া নিয়ে উদ্বেগ কিছুটা কমায় বিশ্বের বেশির ভাগ শেয়ার বাজারের চাঙ্গা থাকা।
• এই সপ্তাহে মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের ঋণনীতিতে সুদ না-বাড়ার সম্ভাবনা।