নাম, ‘ডিরেক্ট টু মোবাইল’। কাজ, মোবাইলের সংযোগ ছাড়াই ফোনে সরাসরি টেলিভিশন সম্প্রচার। অর্থাৎ এই প্রযুক্তি ব্যবহার করে ফোনে সিম কার্ড না ভরেও টিভি দেখতে পারবেন গ্রাহক। পরীক্ষামূলকভাবে প্রসার ভারতী এই প্রযুক্তি চালু করায় আশঙ্কা প্রকাশ করল মোবাইল সংস্থাগুলির সংগঠন সিওএআই। সম্প্রতি পরীক্ষার ফল বেরিয়েছে। যা সফল হলে দেশের মানুষের জন্য এই প্রযুক্তি চালু হতে পারে। সিওএআই-এর দাবি, এ ভাবে ‘ডিরেক্ট টু মোবাইল’ চালু হলেও এতে স্বচ্ছতা এবং প্রযুক্তি-নিরপেক্ষ কাঠামোর অভাব রয়েছে।
সংগঠনটির অভিযোগ, এই প্রযুক্তিবর্তমান ও ভবিষ্যতের ৫জি স্পেকট্রাম ব্যান্ডের উপর সরাসরি প্রভাব ফেলবে। নিরাপত্তা-সমস্যা তৈরি হতে পারে। সিওএআই আপত্তি তুলেছে প্রসার ভারতীর প্রকল্প রূপায়ণের প্রক্রিয়া নিয়েও। তাদের দাবি, এই প্রযুক্তি নিয়ে যে পরীক্ষা করা হয়েছিল, তার রিপোর্ট টেলি সংস্থাগুলিকে অন্ধকারে রেখে প্রকাশ করা হল। সংগঠনের ডিজি এস পি কোছরের কথায়, ‘‘এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা,নিরপেক্ষতা বজায় রাখা ও সব পক্ষেরকথা শোনা জরুরি। কারণ এর সঙ্গেঅনেকেই জড়িত।’’ আইআইটি কানপুরের সঙ্গে ২০১৯-এ চুক্তি করেপ্রসার ভারতী। তা অনুযায়ী সংযোগ ছাড়াই সরাসরি ফোনে টিভি দেখার প্রযুক্তি চালু হয় পরীক্ষামূলক ভাবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)