চাষিরা কৃষিপণ্যের ঠিক দাম পাচ্ছেন না, বুধবার দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি। এই যুক্তি তুলে ধরে, তাঁদের সরকারি সাহায্যের প্রয়োজন বলে সওয়ালও করলেন। মন্তব্য করলেন, কৃষকেরা তাদের উৎপাদনের যথাযথ মূল্য পাচ্ছেন না বলেই দেশের গ্রামাঞ্চল ও জনজাতি সম্প্রদায়ের মানুষেরা এত বেশি দারিদ্র এবং বেকারত্বের সমস্যার মুখে পড়ছেন। বুধবার এক সভায় সড়ক পরিবহণমন্ত্রীর এই বক্তব্য সামনে আসতেই নতুন করে জল্পনা মাথাচাড়া দিয়েছে দেশ জুড়ে। প্রশ্ন উঠেছে, যে মোদী সরকার দারিদ্র ও বেকারত্ব কমার বার্তা দেয়, এই জমানায় চাষিদের আয় অনেক বেড়েছে বলে দাবি করে, তারই মন্ত্রী হয়ে গডকড়ী উল্টো গাইলেন কেন? কেন্দ্রের অন্যতম প্রতিনিধি হয়েও কার উদ্দেশে দিলেন এই বার্তা?
গডকড়ী যদিও কৃষকদের মার খাওয়ার দায় বিশ্ব বাজারের উপরে চাপিয়েছেন। জানিয়েছেন, ভারতে বহু খাদ্যপণ্যের দাম স্থির হয় অন্য দেশে সেগুলি উৎপাদনের ভিত্তিতে। ফলে তাঁরা ঠিক দাম পাচ্ছেন না। মন্ত্রীর কথায়, ‘‘তাই গ্রামের মানুষ আর্থিক অনটনে পড়ছেন। কাজ পাচ্ছেন না। দেশের জনসংখ্যার ৬৫% কৃষিকাজে যুক্ত। কিন্তু জিডিপি-তে তাঁদের অবদান ১৪%। ছবিটা পাল্টাতে কৃষি ক্ষেত্রে সরকারি সাহায্য দরকার।’’ জিডিপি-তে কৃষির অবদান ২৬ শতাংশে নিয়ে যাওয়ার সওয়ালও করেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)