সাত থেকে ১৫ বছর বয়সিদের আধারের বায়োমেট্রিক তথ্য সংশোধনকরতে টাকা লাগবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইউআইডিএআই এ কথা জানিয়েছেন। নতুন ব্যবস্থা চালু ১ অক্টোবর থেকেই চালু হয়েছে। এতে ছ’কোটি শিশু উপকৃত হবে বলে দাবি তাদের।
ইউআইডিএআই-এর দাবি, পাঁচ বছরের কম বয়সের শিশুর আধার করানো হয় যে সব নথির ভিত্তিতে সেগুলি হল তার ছবি, নাম, জন্ম তারিখ, জন্মের শংসাপত্র, লিঙ্গ ও ঠিকানা।অপরিণত বয়সের কারণে ওই সময়ে শিশুর বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ বা চোখের মণি) নথিবদ্ধ হয় না। তবে আইন অনুযায়ী বয়স পাঁচ বছর হওয়ার পরেই শিশুর আঙুলের ছাপ ও আইরিস নথিবদ্ধ করতে হয়। একে বলা হয়, প্রথম বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট (এমবিইউ)। একই ভাবে বয়স ১৫ হওয়ার পরে দ্বিতীয় বার বায়োমেট্রিক হিসাবে আঙুলের ছাপ এবং আইরিস আপডেট করতে হয়। যাকে বলা হয় দ্বিতীয় এমবিইউ। সেই সংশোধনেই এ বার আর কোনও টাকা লাগবে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)