ট্যাক্সি ফর শিওরের পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল ওলা। গত বছরই ২০ কোটি ডলারে ট্যাক্সি পরিষেবা সংস্থাটিকে হাতে নিয়েছিল তারা। এই সিদ্ধান্তে কাজ হারাবেন কমপক্ষে ৭০০ কর্মী। সংশ্লিষ্ট সূত্রের খবর, এঁদের মধ্যে রয়েছেন মূলত পরিষেবা ও ব্যবসার দেখভালের দায়িত্বে থাকা কর্মীরা। চলতি বছরের শুরুতেই চালু হয় ‘ওলা মাইক্রো’ পরিষেবা। ওলা-র দাবি, এর মাধ্যমেই ট্যাক্সি ফর শিওরের ব্যবসা পুরোপুরি মিশিয়ে নেওয়ার কাজ শুরু করেছিল তারা, যা এত দিনে সম্পূর্ণ হল। প্রসঙ্গত, অধিগ্রহণের সময়ে অবশ্য দু’টি সংস্থা আলাদা ভাবে পরিষেবা দেবে বলে দাবি করেছিল ওলা।