E-Paper

ডিজিটাল লেনদেনে আর এক কদম, ফোন বা কার্ড নয়, এ বার আংটির মাধ্যমে করা যাবে অনলাইন কেনাকাটা

দেশ জুড়ে ক্রমশ বাড়ছে ডিজিটাল লেনদেন। খুলছে সেই কাজ যতটা সম্ভব সহজে সারার নিত্যনতুন রাস্তাও। তারই একটি মিউজ়-এর ‘রিং ওয়ান’ আংটি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ০৮:৪২

—প্রতীকী চিত্র।

ফোন বা কার্ড নয়। হাতের আঙুলে পরে থাকা আংটি দিয়ে এ বার অনলাইনে লেনদেন করা যাবে। এ জন্যবেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি নতুন উদ্যোগ (স্টার্ট আপ) মিউজ়-এর সঙ্গে জোট বেঁধেছে ইউপিআই পরিচালনকারী এনপিসিআই এবং কার্ড লেনদেন নেটওয়ার্ক রুপে। আইআইটি মাদ্রাজেরইনকিউবেশন প্রকল্প থেকে ক’বছর আগে উঠে আসা স্টার্ট আপ সংস্থাটির দাবি, দেশে এই প্রথম পরিধেয় পণ্যের মাধ্যমে ডিজ়িটাল লেনদেন হবে।

সংশ্লিষ্ট মহল অবশ্য মনে করাচ্ছে, এর আগে এই সুবিধা এনেছিল স্যামসাং। সেখানে লেনদেনের মাধ্যম ছিল সংস্থার গ্যালাক্সি সিরিজ়ের হাতঘড়ি। তা পরে থাকলে কন্টাক্টলেস (স্পর্শহীন) লেনদেন করা যায়।

দেশ জুড়ে ক্রমশ বাড়ছে ডিজিটাল লেনদেন। খুলছে সেই কাজ যতটা সম্ভব সহজে সারার নিত্যনতুন রাস্তাও।তারই একটি মিউজ়-এর এই ‘রিং ওয়ান’ আংটি। যে কোনও পয়েন্ট অব সেল যন্ত্রের সামনে সেটি নিয়ে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি মারফত টাকা দেওয়া যাবে। সূত্রের দাবি, মূলত আংটিতেই সংস্থার ডিজিটাল ওয়ালেট ভরা থাকছে। সেখানে টাকা থাকলে এই প্রযুক্তির মাধ্যমে পিন বা ওটিপি ছাড়াই লেনদেন হবে। যে ভাবে ক্রেডিট বা ডেবিট কার্ডে ‘ট্যাপ’ প্রযুক্তিতে লেনদেন হয়।

মিউজ়-এর সিইও কে এল এন সাই প্রশান্ত বলেন, আপাতত রুপে কার্ডের গ্রাহকেরা আংটির সুবিধা পাবেন। উদ্দেশ্য, ভারতে স্পর্শহীন লেনদেন সহজ করা। এখন বিশ্বের ৪০টি দেশে এই সুবিধা মেলে। তবে ‘রিং ওয়ান’ তৈরি হয়েছে ভারতে। দু’বছরে এই ধরনের ব্যবস্থা ডিজিটাল লেনদেনের মানচিত্র বদলে দেবে বলে আশা তাঁর।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

ring Commerce

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy