ব্যবসা বাড়াতে এক বছরে আরও প্রায় ২৫০ কোটি টাকা লগ্নি করবে পিয়ারলেস গোষ্ঠী। বেশির ভাগটাই হবে স্বাস্থ্য পরিষেবায়। এই ব্যবসা বাড়াতে রাজ্যের বাইরেও পা রেখেছে তারা। লক্ষ্য, বছর দুয়েকে গোষ্ঠীর বার্ষিক আয় ১০০০ কোটি টাকায় নিয়ে যাওয়া। গত অর্থবর্ষ শেষে যা ছিল ৮১২ কোটি। এ দিকে আর্থিক পরিষেবা ব্যবসায় জোর দেওয়া কমাতে বিমা ব্রোকিং সংস্থা পিয়ারলেস ফিনান্সিয়াল প্রডাক্টস ডিস্ট্রিবিউশনকে বিক্রি করবেন সংস্থা কর্তৃপক্ষ। লাভজনক হওয়ায় হাতে রাখা হবে পিয়ারলেস সিকিয়োরিটিজ়।
সম্প্রতি অসমে গুয়াহাটিতে দেউলিয়া আইনে এনসিএলটি-র মাধ্যমে পুরনো একটি হাসপাতাল কিনেছে পিয়ারলেস। গোষ্ঠীর এমডি জয়ন্ত রায় জানান, এ জন্য খরচ হয়েছে ১৫০ কোটি টাকা।
সংস্থার এগ্জ়িকিউটিভ ডিরেক্টর সুপ্রিয় সিংহের দাবি, বারাসতে নতুন হাসপাতালে ৭০ কোটি ঢেলেছে সংস্থা। আরও ৩০ কোটি টাকা লগ্নি হবে। কাজ পাবেন প্রায় ৫০০ জন। কলকাতায় নির্মীয়মাণ ক্যানসার হাসপাতালেও এক বছরে ২০০ কোটি টাকা লগ্নি করবে পিয়ারলেস। ইতিমধ্যেই করা হয়েছে ৩০০ কোটি। কর্মসংস্থান হবে প্রায় ৩০০০। দু’টি হাসপাতালই এক বছরে চালুর আশা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)