ভারতের প্লাস্টিক শিল্পে ১ লক্ষ কোটি টাকা লগ্নির সম্ভাবনা রয়েছে, জানাল তাদের সংগঠন ‘ইন্ডিয়ান প্লাস্টিক অ্যাসোসিয়েশন’। এর চেয়ারম্যান অলোক টেব্রিওয়ালার দাবি, আগামী ১০ বছরের মধ্যেই ওই পুঁজি আসবে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তাঁর দাবি, দেশে সব থেকে দ্রুত যে সব শিল্প বাড়ছে, তার অন্যতম প্লাস্টিক। এর প্রসারে আগামী ৫-১০ ফেব্রুয়ারি দিল্লিতে প্লাস্টিকজাত পণ্যের একটি প্রদর্শনীরও আয়োজন করেছেন তাঁরা।
সংগঠনের পরিসংখ্যান, বর্তমানে এ দেশে প্লাস্টিক শিল্পের বহর ৬ লক্ষ কোটি টাকা। অলোক জানিয়েছেন, এখনও পর্যন্ত তারা লগ্নি পেয়েছে প্রায় ১ লক্ষ কোটির। গত অর্থবর্ষে (২০২৪-২৫) ১২০০ কোটি ডলারের প্লাস্টিক পণ্য রফতানি করেছে ভারত। পশ্চিমবঙ্গ থেকে হয়েছে ৫৮ কোটি ডলার। সারা দেশে প্লাস্টিকের সামগ্রী তৈরির ৬৫,০০০ কারখানা রয়েছে, পশ্চিমবঙ্গে ৬০০০। এর সিংহভাগই ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থা। এই শিল্পে কাজ করেন প্রায় সাত লক্ষ কর্মী। আগামী ১০ বছরে নতুন লগ্নি আসার পরে আরও সাত লক্ষ জনের কর্মসংস্থান হবে, দাবি অলোকের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)