করের দাবি কিংবা সেই সংক্রান্ত তদন্ত ঘিরে মাঝে মধ্যেই করদাতাদের হেনস্থার অভিযোগ ওঠে। করদাতাদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে অতীতে একাধিক বার বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ ভারতীয় রাজস্ব পরিষেবার শিক্ষানবিশ আধিকারিকদের (শুল্ক ও পরোক্ষ কর) উদ্দেশে এক বক্তৃতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তব্য, কর সংগ্রহ ব্যবস্থা হতে হবে মসৃণ। যাতে নাগরিকদের সমস্যা না হয়। এই প্রসঙ্গে চাণক্যের বার্তা মনে করিয়ে দিয়েছেন তিনি।
আজ রাষ্ট্রপতি ভবনে এই কর্মসূচিতে চাণক্যের ‘অর্থশাস্ত্রের’ কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি। জানান, সেখানে বলা হয়েছে, ‘‘সরকারকে কর সংগ্রহ করতে হবে মৌমাছির মধু সংগ্রহের মতো। মৌমাছি ঠিক ততটাই মধু সংগ্রহ করে যাতে তার প্রয়োজন মেটে এবং ফুলও বাঁচতে পারে।’’ তাঁর বার্তা, করের টাকাতেই পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক প্রকল্পের কাজ চলে। তাই কর আধিকারিকেরা রাষ্ট্র গঠনের অঙ্গ। তবে সেই কর সংগ্রহের ব্যবস্থাকে স্বচ্ছ এবং দায়বদ্ধ হতে হবে। যাতে করদাতাদের সমস্যা না হয়। জোর দিতে হবে প্রযুক্তিতেও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)