Advertisement
E-Paper

ফের দাম কমার ইঙ্গিত কিছু পণ্যের

দাম কমতে পারে রোজকার ব্যবহারের আরও কিছু সামগ্রীর। কারণ, জিএসটি কমতে পারে শ্যাম্পু থেকে সুগন্ধি, দাড়ি কামানোর ক্রিম ও রেজর, ইনস্ট্যান্ট কফি, চকলেট থেকে কাস্টার্ড পাউডার, সিমেন্ট ও স্টিলের তৈরি শৌচালয়ের পণ্যে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৭ ০১:৫১

দাম কমতে পারে রোজকার ব্যবহারের আরও কিছু সামগ্রীর। কারণ, জিএসটি কমতে পারে শ্যাম্পু থেকে সুগন্ধি, দাড়ি কামানোর ক্রিম ও রেজর, ইনস্ট্যান্ট কফি, চকলেট থেকে কাস্টার্ড পাউডার, সিমেন্ট ও স্টিলের তৈরি শৌচালয়ের পণ্যে। যেগুলিতে এখন সর্বোচ্চ ২৮% হারে জিএসটি চাপে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, নতুন এই পরোক্ষ কর ব্যবস্থা নিয়ে মানুষের ক্ষোভ বাগে আনতেই কেন্দ্রের এই কৌশল।

কেন্দ্রীয় পরোক্ষ কর পর্ষদের সদস্য মহেন্দ্র সিংহ জানান, রোজকার ব্যবহারের কিছু সামগ্রীতে করের হার যে চড়া, তা নিয়ে জিএসটি পরিষদও একমত। এগুলিতে ২৮% কর বসানোর যুক্তি নেই। ভবিষ্যতে তামাক, সিগারেট, পান মশলা, সোডাযুক্ত পানীয়ের মতো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক পণ্য ও বিলাসবহুল গাড়ির মতো ভোগ্যপণ্যেই তা বসবে।

নজর যে-দিকে

• শ্যাম্পু, সুগন্ধি

• দাড়ি কামানোর ক্রিম, রেজর

• কফি, চকলেট, কাস্টার্ড পাউডার

• সিমেন্ট ও স্টিলের তৈরি শৌচালয়ের সামগ্রী

গত সপ্তাহেই দিল্লিতে জিএসটি পরিষদের বৈঠকে ২৭টি সামগ্রীর কর কমানো হয়েছিল। তাতে গুজরাতে ভোটের দিকে তাকিয়ে বস্ত্রশিল্প থেকে শুরু করে খাকরার মতো গুজরাতিদের জলখাবারে বোঝা কমানো হয়। আবার তালিকায় রুটি, নিমকি, ক্লিপ, পাম্পের মতো সামগ্রীও ছিল। এ বার আরও সামগ্রীতে হার কমানো হচ্ছে।

৯ নভেম্বর গুয়াহাটিতে জিএসটি পরিষদের পরবর্তী বৈঠক। কীসে কত জিএসটি থাকবে, তা ঠিক করার জন্য কেন্দ্র-রাজ্যের কর অফিসারদের কমিটি রয়েছে। তারাই আরও পণ্যকে ২৮% থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করবে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। এত দিন অর্থ মন্ত্রকের রাজস্ব দফতরের যুক্তি ছিল, উৎপাদন শুল্ক, ভ্যাট, কেন্দ্রীয় বিক্রয়কর মিলিয়ে যা কর চাপত, তার সঙ্গে সঙ্গতি রেখেই জিএসটি ঠিক হয়েছে। কিন্তু শিল্পমহলের অভিযোগ, শুধু অঙ্কের হিসেব কষে দরকারি পণ্যে চড়া হারে জিএসটি বসানো অনুচিত।

GST Shampoo Perfume Shaving Cream জিএসটি GST Council
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy