নতুন নজির গড়ল সোনার দাম। বৃহস্পতিবার কলকাতায় ১০ গ্রাম খুচরো পাকা সোনা এই প্রথম উঠল ৬৭,৭৫০ টাকায়। জিএসটি নিয়ে ৬৯,৭৮২.৫০ টাকা। ৭০,০০০-এর থেকে ২১৭.৫০ টাকা কম। এর জেরে চড়েছে গয়নার সোনাও। ব্যবসায়ীরা বলছেন, বহু ক্রেতার অবস্থা শোচনীয়। পরিস্থিতি খারাপ অনেক দোকানেরও। স্বর্ণশিল্পের সংগঠনগুলি সরকারের কাছে সাহায্যের দাবি তুলছে।
ন্যাশনাল জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের ডিরেক্টর সমর দে-র জানান, ‘‘সরকারের কাছে আমাদের মূলত তিনটি দাবি। এক, ডেবিট বা ক্রেডিট কার্ডে সোনার গয়না কিনলে ব্যাঙ্ক যে চার্জ কাটে, তা মকুব। দুই, ভোগ্যপণ্যের মতো গয়না কেনার জন্যও ব্যাঙ্কঋণের সুবিধা। ক্রেতা মাসিক কিস্তিতে টাকা শোধ (ইএমআই) করতে পারবেন। ব্যবসাও চাঙ্গা থাকবে। তিন, সোনা আমদানির শুল্ক ১৫% থেকে আগের মতো ৪ শতাংশে নামিয়ে আনা।’’
অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান আশিস পেথে বলেন, ভূ-রাজনৈতিক সঙ্কট, সুদ কমার আশঙ্কা-সহ নানা কারণে সোনার বাড়তি চাহিদা দামকে ঠেলে তুলছে। তবে সামনে বিয়ের মরসুম। আসছে অক্ষয় তৃতীয়া, নববর্ষও। ফলে গয়নার চাহিদা ফের কিছুটা বাড়বে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)