গৃহস্থের রান্নার গ্যাসের মতো নভেম্বরে স্থির রইল দেশে পেট্রল, ডিজ়েলের দামও। তবে সামান্য বদল হল বিমান জ্বালানি বা এটিএফের দরে।
তেল সংস্থাগুলি জানিয়েছে, এ মাসে এটিএফের দাম প্রায় ১% বেড়েছে। এ নিয়ে পরপর দু’মাস বাড়ল দর। ফলে কলকাতায় প্রতি কিলোলিটার বিমানের জ্বালানি হল ৯৭,৫৪৯.১৮ টাকা। সংশ্লিষ্ট মহলের মতে, সংস্থাগুলির বিমান পরিবহণ ব্যবসার প্রায় ৪০% খরচ হয় জ্বালানি খাতে। ফলে দাম বৃদ্ধি পাওয়ায় আগামী দিনে তাদের খরচ বাড়তে চলেছে। যদিও এতে বিমানের টিকিটের দাম খুব একটা পরিবর্তন হবে না বলেই মনে করে তারা।
অন্য দিকে, নভেম্বরেও দেশে পেট্রল-ডিজ়েলের দাম অপরিবর্তিতই থাকায় কলকাতায় পেট্রল রয়েছে লিটারে ১০৫.৪১ টাকা এবং ডিজ়েল ৯২.০২ টাকা। এ মাসে কলকাতায় আগের মতোই গৃহস্থের রান্নার গ্যাসের দাম রয়েছে ৮৭৯ টাকায়। তবে সামান্য কমেছে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম। দাঁড়িয়েছে১৬৯৪ টাকা।
উল্লেখ্য, গত মার্চে দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে শেষ বার দেশে পেট্রল-ডিজ়েলের দাম কমেছিল। তার পরে কমানোর মতো পরিস্থিতি তৈরি হলেও তেল সংস্থাগুলি সেই পথে পা বাড়ায়নি। অন্য দিকে, বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণ দেখিয়ে এপ্রিল নাগাদ রান্নার গ্যাসের দাম ৫০ টাকা করে বাড়ানো হয়। তার পরে আর দামের কোনও পরিবর্তন হয়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)