দিন দুয়েক ওঠানামা করলেও নজির গড়েনি সোনা। বরং বিরাট লাফে এগিয়ে নজর কাড়ছিল রুপো। সোমবার নতুন শিখরে পা রাখার নজির গড়ল দুই ধাতুই। গত শনিবার কলকাতার বাজারে ১০ গ্রাম খুচরো পাকা সোনাকে (২৪ ক্যারাট) বিকোতে দেখা যায় ১,২৩,৫৫০ টাকায়। এ দিন একলপ্তে তার দাম ১৪০০ টাকা বেড়ে গিয়ে হয়েছে ১,২৪,৯৫০ টাকা। জিএসটি যোগ করলে ১ লক্ষ ২৮ হাজারের বেশি। আরও চমকে দিয়ে খুচরো রুপোর দাম এক লাফে বেড়েছে ৯৭৫০ টাকা। পৌঁছে গিয়েছে ১,৭৮,৫৫০-এ। কর নিয়ে ১,৮৩,৯০৬.৫ টাকা।
বিশেষজ্ঞদের দাবি, আমেরিকা-চিনের মধ্যে বাণিজ্য নিয়ে নতুন করে মাথা তোলা সংঘাত গোটা বিশ্বে উদ্বেগ তৈরি করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের উপরে ১০০% বাড়তি শুল্ক চাপানোর হুমকি দেওয়ার পরে আগামী দিনে পাল্টা আঘাতের হুঙ্কার দিয়েছে বেজিং-ও। এই আবহে সুরক্ষিত লগ্নির জায়গা হিসেবেই সোনার চাহিদা আরও বাড়ছে। দামি ধাতুতে লগ্নির কৌশল হিসেবে একাংশ বেছে নিচ্ছেন রুপোকেও। অতিরিক্ত চাহিদা দ্রুত ঠেলে তুলছে দামকে।
সংশ্লিষ্ট মহলের একাংশের বক্তব্য, বাণিজ্য সঙ্কট এবং রাজনৈতিক জটিলতার পাশাপাশি আগামী দিনে আমেরিকায় সুদের হার আরও কমার আশঙ্কাতেও বিশ্ব বাজারে বহু লগ্নিকারী ঝাঁপিয়ে পড়ে সোনা ও রুপো কিনছেন। জোগান কম থাকায় রুপো কেনার গতি বেড়েছে বিপুল। চড়া আন্তর্জাতিক দামে কেনা সোনা ও রুপো ভারতের মাটিতে এসে আরও দামি হয়ে যাচ্ছে ডলারের নিরিখে তলানিতে থাকা টাকার দামের ধাক্কায়।
বিক্রেতা মহলের দাবি, এ দেশের সাধারণ মানুষও এখন আর স্রেফ শখ করে সোনা-রুপোর গয়না কিনছেন না। বেশির ভাগই একটু দাম দিয়ে এগুলি কিনে ভবিষ্যতের লগ্নি করছেন। যা বহু ঝড়-ঝাপ্টা সয়েও রিটার্ন দিতে পারে দু’হাত ভরে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)