গত কয়েক মাসে ভারতের ব্যাঙ্কিং এবং আর্থিক ক্ষেত্রে প্রায় ৫০,০০০ কোটি টাকা প্রত্যক্ষ বিদেশি লগ্নির (এফডিআই) প্রতিশ্রুতি এসেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। তাঁর দাবি, বিশ্ব অর্থনীতির অস্থিরতার মধ্যেও এই দেশকে বিদেশি লগ্নিকারীরা ‘মরুদ্যান’ বলে মনে করছেন। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহির দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক এমিরেটস এনবিডি ব্যাঙ্ক ভারতের বেসরকারি আরবিএল ব্যাঙ্কের ৬০% অংশীদারি হাতে নেবে বলে খবরে প্রকাশ। সব কিছু ঠিক ভাবে চললে বিদেশি ব্যাঙ্কটি ২৬,৮৫৩ কোটি টাকা বিনিয়োগ করতে পারে।
আজ কেন্দ্রীয় মন্ত্রী এক্স-এ লিখেছেন, ‘‘গত কয়েক মাসে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ভারতে লগ্নির প্রস্তাব এসেছে। যার মোট অঙ্ক ৫০,০০০ কোটি টাকা। লগ্নিকারীরা ব্যাঙ্কিং এবং আর্থিক ক্ষেত্রে ওই লগ্নির প্রস্তাব দিয়েছেন।’’ মন্ত্রীর বক্তব্য, এটাই প্রমাণ করে বিশ্বের লগ্নিকারীদের কাছে ভারত কতটা আকর্ষণীয় হয়ে উঠেছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতে এফডিআই ১৫% বেড়ে দাঁড়িয়েছে ১৮৬২ কোটি ডলার। শুধু আমেরিকা থেকেই এসেছে ৫৬১ কোটি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)