গ্রাহকের প্রিমিয়াম হিসেবে জমা দেওয়া টাকা শেয়ার-সহ নানা খাতে খাটিয়ে যে মুনাফা হয়, সেখান থেকেই জীবন বিমার টাকা মেটায় এলআইসি (জীবন বিমা নিগম)। দেওয়া হয় বোনাস।তাই প্রিমিয়ামের টাকা ঝুঁকিপূর্ণ জায়গায় লগ্নি করা নিয়ে এর আগে বার বার প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। এ বার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশ্ন, এলআইসি-র মতো রাষ্ট্রায়ত্ত সংস্থায় জমা মানুষের টাকা কেন আদানি গোষ্ঠীর সংস্থায় ঢালা হবে?
মঙ্গলবার রাহুল ক্ষোভ প্রকাশ করেন এলআইসি-র প্রায় ৫০০০ কোটি টাকা আদানিদের সংস্থায় ঢালা নিয়ে। তাঁর অভিযোগ, আমজনতার অর্থে বেসরকারি সংস্থা লাভবান হচ্ছে। রাহুল এক্স-এ লিখেছেন, ‘‘টাকা, বিমা, প্রিমিয়াম আপনাদের। সুরক্ষা, সুবিধা এবং স্বাচ্ছন্দ্য আদানিদের।’’
উল্লেখ্য, গত সপ্তাহে বাজার থেকে ৫০০০ কোটি টাকা তুলেছে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জ়োন। এলআইসি-র কাছে ১৫ বছরের জন্য শেয়ারে রূপান্তরযোগ্য নয় এমন ডিবেঞ্চার ছেড়ে তা তোলা হয়েছে। যার কুপন রেট (সুদ) বছরে ৭.৭৫%। এ নিয়েই তোপ দেগেছেন রাহুল।
এ দিকে, আমেরিকার নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করেছে বলে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সে দেশে অভিযোগ ওঠার পরে, মঙ্গলবার দেশে তাদের নথিভুক্ত ১১টি সংস্থার শেয়ার দরই পড়েছে। আদানিরা অভিযোগ খারিজ করেছে। তবে বিষয়টি তদন্ত করছে আমেরিকার বিচার বিভাগ। এ দিন রাহুলের কটাক্ষ, ‘‘আমেরিকায় (গৌতম) আদানির বিরুদ্ধে মামলা চলছে। কিন্তু ভারতে তাঁরা যা ইচ্ছে করতে পারেন। কেন? কারণ তিনি নরেন্দ্র মোদীর বন্ধু। বাস্তবে (মোদী) ৯০% মানুষকে দূরে সরিয়ে রেখেছেন, দূরে রেখেছেন গরিবও আমজনতাকে। আর সব ব্যবসা পাঁচ-ছ’জনকে দিয়ে করাচ্ছেন। তাঁদের নাম আপনি জানেন, কী করেন তা-ও। আপনি বলুন, আদানি কী তৈরি করেন? তিনি চিনের পণ্য ভারতে বেচেন।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)