ভারতে ডানলপ ব্র্যান্ডের বিপণনের স্বত্ব কিনল পঞ্জাবের টায়ার প্রস্তুতকারক সংস্থা রালসন (ইন্ডিয়া)। এর আগে তা ছিল পবন রুইয়া গোষ্ঠীর হাতে। শুক্রবার রালসন জানিয়েছে, প্রাথমিক ভাবে দুই এবং তিন চাকার প্রিমিয়াম টায়ার তৈরির মাধ্যমেই বাজারে ব্র্যান্ডটিকে আনতে চায় তারা। লুধিয়ানার কোট পানেচে নিজেদের কারখানা থেকেই তা উৎপাদনের কথা ভাবছে সংস্থাটি।
১৯৭৪ সালে তৈরি রালসনের যাত্রা শুরু সাইকেলের টায়ার এবং টিউব তৈরির হাত ধরে। পরবর্তীকালে অন্যান্য গাড়ির টায়ার ব্যবসাতেও নামে তারা। বর্তমানে সংস্থাটি তৈরি করে বাইক, স্কুটার, মোপেড, তিন চাকা ও ট্রাক্টরের টায়ার। যা বিক্রি হয় তাদের ২০০০টির বেশি ডিলারশিপের মাধ্যমে। এ বার রালসন এবং ডানলপের মতো ব্র্যান্ডের হাত ধরে ব্যবসা সম্প্রসারণে আরও জোর দিতেই স্বত্ব হাতে নেওয়ার এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট যোগেশ্বর শর্মা।
উল্লেখ্য, ২০০৫ সালে ছাবরিয়াদের থেকে রুইয়াদের হাতে যাওয়ার পরের বছর ধুমধাম করে চালু হলেও, বকেয়া ও শ্রমিক সমস্যার মতো নানা কারণে প্রায় এক দশক ধরে বন্ধ পশ্চিমবঙ্গের সাহাগঞ্জ এবং তামিলনাড়ুর অম্বাত্তুরে ডানলপের দুই কারখানা। সাহাগঞ্জের কারখানায় লিকুইডেশনের নোটিসও ঝুলেছে।