গত অর্থবর্ষে (২০২৪-২৫) ভারতীয় অর্থনীতি ৬.৩% হারে বেড়ে থাকতে থাকতে পারে বলে এক রিপোর্টে দাবি করল মূল্যায়ন সংস্থা ইক্রা। তাৎপর্যপূর্ণ ভাবে, এই হার জাতীয় পরিসংখ্যান দফতরের (এনএসও) পূর্বাভাসের (৬.৫%) চেয়ে ২০ বেসিস পয়েন্ট কম তো বটেই, ২০২৩-২৪ অর্থবর্ষের চেয়েও (৯.২%) অনেকটা নীচে। এ ছাড়াও ইক্রা জানিয়েছে, গত জানুয়ারি-মার্চে বৃদ্ধির হার হয়ে থাকতে পারে ৬.৯%। উল্লেখ্য, আগামী ৩০ মে শেষ ত্রৈমাসিক এবং অর্থবর্ষের জিডিপি-র পরিসংখ্যান প্রকাশ করার কথা এনএসও-র।
গত ফেব্রুয়ারিতে শেষ বার জাতীয় অর্থনীতির পরিসংখ্যান প্রকাশ করেছিল কেন্দ্র। তখনও শুল্ক যুদ্ধ সংক্রান্ত অনিশ্চয়তা বিশ্ব অর্থনীতিকে ধাক্কা দেয়নি। রিপোর্টে জানানো হয়েছিল, ২০২৪-২৫ সালের প্রথম তিনটি ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল যথাক্রমে ৬.৫%, ৫.৬% এবং ৬.২%। এনএসও-র দাবি ছিল, গোটা অর্থবর্ষে তা হতে পারে ৬.৫%। ইক্রার ব্যাখ্যা, সেই জায়গায় পৌঁছতে গেলে চতুর্থ ত্রৈমাসিকে বৃদ্ধির হার হতে হবে ৭.৬%। যেখানে পৌঁছনো বেশ কঠিন। ফলে আগের তিনটি ত্রৈমাসিকের হিসাবে সংশোধন না হলে বার্ষিক বৃদ্ধির হারেরও ৬.৫% ছোঁয়া শক্ত।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)