ইন্দাসইন্ড ব্যাঙ্কে অনিয়মের কথা সামনে এসেছে কয়েক দিন আগে। তার পর থেকে ক্রমাগত নেমেছে তাদের শেয়ার দর। এই পরিস্থিতিতে শনিবার ব্যাঙ্কটির আর্থিক স্বাস্থ্য নিয়ে আশ্বস্ত করল রিজ়ার্ভ ব্যাঙ্ক। সেই সঙ্গে ব্যাঙ্কের গ্রাহকদের উদ্দেশে আরবিআই-এর বার্তা, তাঁরা যেন কোনও ধরনের জল্পনায় কান না দেন।
শীর্ষ ব্যাঙ্ক শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইন্দাসইন্ড ব্যাঙ্কের হিসাবের খাতা মজবুত। গত ৩১ ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, তাদের ঋণের অনুপাতে মূলধনের পরিমাণ (ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিয়ো) ছিল ১৬.৪৬%। অনুৎপাদক সম্পদ খাতে আর্থিক সংস্থানের পরিমাণ (প্রভিশন কভারেজ রেশিয়ো) ৭০.২০%। তার সঙ্গেই গ্রাহকেরা হঠাৎ করে টাকা তুলতে থাকলে এক মাসের জন্য সেই চাপ সামলানোর মতো যথেষ্ট নগদের জোগানও (লিকুইডিটি কভারেজ রেশিয়ো) তৈরি তাদের। এ ক্ষেত্রে ব্যাঙ্কটি ১১৩% সম্পদ মজুত রেখেছে। যা আদতে ১০০% থাকলেই চলে। ব্যাঙ্কের উপরে কড়া নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে আরবিআই।
উল্লেখ্য, সপ্তাহের শুরুতে ইন্দাসইন্ড জানিয়েছিল, ডেরিভেটিভ বাজারে বিদেশি মুদ্রার লেনদেনে প্রকৃত হেজিং (ঝুঁকি) খরচ কম করে দেখানোর ফলে হিসাবে গরমিল হয়েছে। যার অঙ্ক প্রায় ২১০০ কোটি টাকা। এই ঘটনা সংস্থার নিট সম্পদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। বাইরের অডিটরকে দিয়ে ফের হিসাব পরীক্ষার কথাও জানায় তারা। চলতি ত্রৈমাসিকের (জানুয়ারি মার্চ) মধ্যেই ব্যাঙ্কটিতে এ নিয়ে ব্যবস্থা নিতেও বলেছে
শীর্ষ ব্যাঙ্ক।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)