তিন দফায় রেপো রেট (যে সুদে রিজ়ার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়) মোট ১০০ বেসিস পয়েন্ট কমিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। তার ফলে বাড়ি, গাড়ির মতো খুচরো ঋণ-সহ বিভিন্ন ধরনের ঋণে সুদের হার কমেছে। কিন্তু এর সুফল ক্ষুদ্র ঋণ ক্ষেত্রে পুরোপুরি পৌঁছয়নি বলে মন্তব্য করলেন শীর্ষ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর এম রাজেশ্বর রাও। তাঁর বক্তব্য, এই ক্ষেত্রের বহু ঋণগ্রহীতাকে এখনও চড়া সুদ গুনতে হচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে বকেয়া আদায়ের জন্য কঠোর পদক্ষেপের অভিযোগও আসছে। এই সমস্যার সমাধানে নজর দেওয়া দরকার বলে মনে করেন তিনি।
সম্প্রতি ব্যাঙ্কিং ক্ষেত্র সংক্রান্ত এক কর্মসূচিতে রাও জানান, যে সমস্ত মানুষ ব্যাঙ্ক থেকে ঋণ পান না, তাঁদের পুঁজি সরবরাহ করে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলি। সে দিন থেকে দেশের প্রান্তিক অংশকে অর্থ ব্যবস্থার মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে তাদের অবদান রয়েছে। কিন্তু সুদ কমার সুবিধা এখনও পুরোপুরি পাচ্ছে না অনেকে। যে সমস্ত সংস্থার কাছে তা পৌঁছেছে, তাদের একাংশ আবার গ্রাহকদের থেকে মোটা সুদ নিয়ে মুনাফা বাড়ানোর চেষ্টা করছে। রিজ়ার্ভ ব্যাঙ্ক কর্তার পরামর্শ, এই দৃষ্টিভঙ্গি থেকে ব্যবসা করলে ক্ষুদ্র ঋণের মূল লক্ষ্য পূরণ হবে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)