দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার কমায় গত ফেব্রুয়ারি থেকে তিন দফায় মোট ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট (যে সুদে আরবিআই ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়) কমিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। তবে তার পরে মূল্যবৃদ্ধি আরও মাথা নামিয়েছে। জুনে খুচরো বাজারে তা নেমেছে ২.১ শতাংশে। ফলে শিল্প এবং ঋণগ্রহীতা, দুই মহলেই আশা, এ বার সুদ আরও কমাবে আরবিআই। বিশেষত আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে যেহেতু দেশের আর্থিক বৃদ্ধিতে জোর দেওয়ার কথা আগেই বলেছে তারা। তবে আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্র এ ব্যাপারে সতর্ক। আজ এক সাক্ষাৎকারে তাঁর বার্তা, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। তাঁদের কাছে দামের স্থিতিশীলতা এবং আর্থিক কর্মকাণ্ডের গতি বাড়িয়ে জিডিপিকে ঠেলে তোলা, দু’টিই সমান গুরুত্বপূর্ণ। অতএব চোখ-কান খোলা রেখে অপেক্ষা করারই পন্থা নিয়েছেন।
বিভিন্ন মহলের বক্তব্য, সরকারের খাতায়-কলমে মূল্যবৃদ্ধির হার ছ’বছরের তলানিতে নেমেছে। খাদ্যপণ্যের দাম কমছে। কিন্তু বাস্তবে বাজারে তার প্রতিফলন নেই বলে অভিযোগ। হালে বরং টানা বৃষ্টির জেরে বাজারে আনাজের দাম আগুন। সরষের তেল, ডিম ইত্যাদির দরও মাথা তুলেছে। ফলে বাজারে গিয়ে দামের ছেঁকা খাচ্ছেন সাধারণ মানুষ। অনেকেরই ধারণা, পরিস্থিতি সম্পর্কে অবগত মলহোত্রও। তার উপর আমেরিকার চড়া শুল্ক বসানোর নীতি আগামী দিনে মূল্যবৃদ্ধির হার চড়ার আশঙ্কা জিইয়ে রেখেছে বলেও মনে করা হচ্ছে। একাংশের মতে, তাই হয়তো তাড়াহুড়ো করে ফের সুদ কমিয়ে ঝুঁকি ডেকে আনতে চান না তিনি। যে কারণে সুদ কমানোর জল্পনায় অপেক্ষার কথা বলে কিছুটা রাশ টানলেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)