রিয়েলমির নয়া স্মার্টফোন, রিয়েলমি এক্সটি শুক্রবার ভারতে লঞ্চ করল। এই ফোনের হাত ধরেই প্রথম বার ভারতের কোনও স্মার্টফোনে থাকছে ৬৪ মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা। এ ছাড়াও থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি শুটার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্ন্যাপড্রাগন ৭১২ এসওসি, ৪ হাজার এমএএইচ-এর ব্যাটারি ব্যাকআপ এবং গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেল ফিনিশ। এর দাম ১৬ হাজার ৯৯৯ টাকা।
১৬ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে এই ফোনটি পাওয়া যাবে। ভারতে রিয়েলমি এক্সটি ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা, ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১৬ হাজার ৯৯৯ টাকা এবং ১৮ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাবে ৮জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট। পার্ল ব্লু এবং পার্ল হোয়াইট এই দুই রঙে পাওয়া যাবে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার এই স্মার্টফোন।
মধ্যবিত্তের আওতায় থাকা এই স্মার্টফোনে কী কী ফিচারস রয়েছে দেখে নেওয়া যাক...