Advertisement
২৫ এপ্রিল ২০২৪
India

ভয়ঙ্কর মন্দা, পূর্বাভাস সমীক্ষায়

রয়টার্সের সমীক্ষাও বলছে, জানুয়ারি-মার্চের বৃদ্ধির হার দাঁড়াবে ২০১২ সালের পরে সব চেয়ে খারাপ (২.১%)।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৭ মে ২০২০ ০৩:২৯
Share: Save:

চলতি অর্থবর্ষে ভারতে অর্থনীতির সঙ্কোচনের পূর্বাভাস দিয়েছে একের পর এক মূল্যায়ন ও আর্থিক সংস্থা। এক কদম এগিয়ে মন্দার ইঙ্গিত ছিল উপদেষ্টা সংস্থা গোল্ডম্যান স্যাক্সের রিপোর্টে। মঙ্গলবার উদ্বেগ বাড়িয়ে রেটিং সংস্থা ক্রিসিলের বার্তা, ভারতের ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর মন্দা সম্ভবত এ বছরেই দেখতে হতে পারে। স্টেট ব্যাঙ্কের গবেষণা শাখা ইকোর‌্যাপের রিপোর্ট জানিয়েছে, ঝিমিয়ে থাকা অর্থনীতি লকডাউনে পা রেখেছিল মার্চের শেষে। ফলে জানুয়ারি-মার্চে বৃদ্ধির হার নামতে পারে ১.২ শতাংশে। আর সব মিলিয়ে গত অর্থবর্ষে তা হতে পারে ৪.২%। তবে অর্থনীতির বহর শূন্যের ৬.৮% নীচে নামবে চলতি অর্থবর্ষে। যখন দু’মাস ধরে চার দফার লকডাউন সয়েছে ভারত।

রয়টার্সের সমীক্ষাও বলছে, জানুয়ারি-মার্চের বৃদ্ধির হার দাঁড়াবে ২০১২ সালের পরে সব চেয়ে খারাপ (২.১%)। ক্রিসিলের মতে, ২৮ এপ্রিল তারা যে চলতি অর্থবর্ষে ১.৮% বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল, তার পরে অবস্থা আরও খারাপ হয়েছে। তাই পূর্বাভাসে জিডিপি বৃদ্ধির হার এ বার শূন্যের ৫% নীচে নামিয়েছে তারা। সঙ্গে বলেছে, অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) জিডিপি সরাসরি কমবে ২৫%। আসতে চলেছে ঘোর আর্থিক মন্দা।

আরও পড়ুন: আবার পুলিশের অন্দরে করোনা, আক্রান্ত এ বার ১৪

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Coronavirus Lockdown Crisil Ratings GDP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE